তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে কলকাতায়।
আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর ২১ এপ্রিল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই দুই দিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
এই সপ্তাহে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে রোদের তেজ কিছুটা কমতে পারে কলকাতায়। আকাশ কিছুটা মেঘলা থাকলেও থাকতে পারে। ২০, ২১ এবং ২২ তারিখ কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। এরপর ধীরে ধীরে কলকাতার তাপমাত্রা নেমে যাবে। এরপর ২৩ ও ২৪ এপ্রিল তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও আশেপাশের এলাকায়।
আরো পড়ুন- রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের বামনগোলা থানার পুলিশ
২১ তারিখ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এই সবকটি জেলায় আগামিকালকের জন্য জারি থাকবে কমলা সতর্কতা। বৃষ্টির পর অবশ্য তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এই জেলাগুলিতে।
২১ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এরপর ২২ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ২২ এপ্রিল বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
এদিকে ২৩ এবং ২৪ তারিখও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে এরপর থেকে ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
আগামী ২৩ ও ২৪ এপ্রিল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। ২৩ তারিখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং ২৪ তারিখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে এই দুই দিন বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হতে পারে। ঘাম হতে পারে।
২৩ ও ২৪ এপ্রিল, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি সব জেলাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!