কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া - Bangla Hunt

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

By Bangla Hunt Desk - April 20, 2023

তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে কলকাতায়।

আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর ২১ এপ্রিল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই দুই দিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

এই সপ্তাহে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে রোদের তেজ কিছুটা কমতে পারে কলকাতায়। আকাশ কিছুটা মেঘলা থাকলেও থাকতে পারে। ২০, ২১ এবং ২২ তারিখ কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। এরপর ধীরে ধীরে কলকাতার তাপমাত্রা নেমে যাবে। এরপর ২৩ ও ২৪ এপ্রিল তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও আশেপাশের এলাকায়।

আরো পড়ুন- রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের বামনগোলা থানার পুলিশ

২১ তারিখ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এই সবকটি জেলায় আগামিকালকের জন্য জারি থাকবে কমলা সতর্কতা। বৃষ্টির পর অবশ্য তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এই জেলাগুলিতে।

২১ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এরপর ২২ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ২২ এপ্রিল বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

এদিকে ২৩ এবং ২৪ তারিখও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে এরপর থেকে ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।

আগামী ২৩ ও ২৪ এপ্রিল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। ২৩ তারিখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং ২৪ তারিখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে এই দুই দিন বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হতে পারে। ঘাম হতে পারে।

২৩ ও ২৪ এপ্রিল, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি সব জেলাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর