লকডাউন ডাউনের দ্বিতীয় দিনে কাঁচরাপাড়ায় অতি সক্রিয় পুলিশ প্রশাসন। লাঠিচার্জ পুলিশের - Bangla Hunt

লকডাউন ডাউনের দ্বিতীয় দিনে কাঁচরাপাড়ায় অতি সক্রিয় পুলিশ প্রশাসন। লাঠিচার্জ পুলিশের

By Bangla Hunt Desk - March 24, 2020

গতকাল বিকাল ৫ টা থেকে লকডাউন ঘোষণা হওয়ার পরেও মানুষ রাস্তায় বেরিয়েছে। সেই জন্য আজ সকাল থেকেই সক্রিয় ছিল বীজপুর এর পুলিশ প্রশাসন। আজকে সকালেও কাঁচরাপাড়া বাজারগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

লকডাউন উপেক্ষা করেই কিছু মানুষ আজও রাস্তায় নামে। সকালের দিকে কাঁচরাপাড়া স্টেশন রোডের সমস্ত দোকান বন্ধ থাকলেও কিছু মানুষকে স্টেশন রোডে জমাট বেঁধে গল্প করতে দেখা যায়। এছাড়া কাঁচরাপাড়া শহরের প্রাণকেন্দ্র গান্ধীমোড়ে ফলের দোকানের আশেপাশে কিছু মানুষকে অযথা ঘোরাঘুরি করতে দেখা যায়। সকালের দিকে কাঁচরাপাড়া মন্ডল বাজার, মতি বাজারে মুদিখানার দোকান গুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। লকডাউন অবস্থা থাকা সত্ত্বেও অন্য আর পাঁচটা দিনের মতো দোকানিরা জমিয়ে ব্যবসা করে যাচ্ছিল। অন্যদিকে লক্ষী সিনেমা, বাগমোড় অঞ্চলেও যত্রতত্র মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। বাগমোড় অঞ্চলেও সকালের দিকে বাজারে সমস্ত মুদিখানার,ফলের দোকানে ভিড় লক্ষ্য করা যায়।

কিন্তু এর পরেই সক্রিয় হয় বীজপুরের পুলিশ প্রশাসন। অনুরোধের পর কাজ না হয়, লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর সহ সব জায়গাতেই কঠোর হয় পুলিশ। পুলিশ কঠোর হতেই বেশ কিছু দোকান বন্ধ হয়ে যায়। এদিক-ওদিক অযথা ভিড় করে দাঁড়িয়ে থাকা লোকদের ওপর লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। ফাঁকা করে দেওয়া হয় সমস্ত এলাকা ।

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কেন্দ্রের মহামারী আইন কার্যকর করেছে রাজ্য সরকার। সেই আইনে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর অনুচ্ছেদে কথা উল্লেখ রয়েছে। যেখানে বলা হয়েছে, লকডাউন উপেক্ষা করলে সর্বাধিক ৬ মাসের কারাদণ্ড অথবা ১ হাজার টাকা জরিমানা বা কারাদণ্ড ও জরিমানা উভয় হতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর