১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট - Bangla Hunt

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট

By Bangla Hunt Desk - April 08, 2023

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! মেয়েটির বাড়ি উত্তরবঙ্গে। মেয়েটি এখন সাত মাসের সন্তানসম্ভাবা। গর্ভে যমজ ভ্রূণ (Twin embryos)। সেই মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court) সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছিলেন মা। কিন্তু আদালত নির্দেশ দিল, সম্ভব নয়।

মেয়েটির মায়ের অভিযোগ, তাঁর ১২ বছরের মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছিল। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তারপরেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরো পড়ুন- দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলা! স্বীকৃতি দিল কেন্দ্র

তারপর মেয়েটির গর্ভপাতের জন্য আদালতের দারস্থ হয় তার মা। গত ৪ এপ্রিল সার্কিট বেঞ্চ মেডিক্যাল বোর্ড গড়ে নাবালিকার শারীরিক পরীক্ষার নির্দেশ দেয়। সেই মেডিক্যাল বোর্ড রিপোর্ট দিয়েছে, মেয়েটি সুস্থ রয়েছে। যমজ ভ্রূণও স্বাভাবিক অবস্থায় নড়াচড়া করছে তার গর্ভে। ফলে ২০২১ সালের গর্ভপাত আইন অনুযায়ী এই অবস্থায় তা করা যায় না।

নিয়ম অনুযায়ী, গর্ভাবস্থায় ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যায়। কিন্তু তারপর গর্ভপাত করাতে হলে আদালতের অনুমতি প্রয়োজন হয়। সেই মতো কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিল নাবালিকার মা। আবেদন জানিয়েছিলেন, যাতে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না আদালত। মেডিকেল বোর্ডের আশঙ্কা, গর্ভপাত করানো হলে নাবালিকার প্রাণহানি হতে পারে। সেই কারণে, গর্ভপাতের আবেদনে ফিরিয়ে দিল হাইকোর্টের সার্কিট বেঞ্চ।

মেয়েটি এখন ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ৩৫ সপ্তাহের গর্ভবতীকে গর্ভপাত করানোর নজির রয়েছে। কিন্তু এক্ষেত্রে সেই অনুমোদন দিল না আদালত। সার্কিট বেঞ্চ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, মেয়েটিকে খুবই যত্ন করে দেখভাল করতে হবে। আপাতত সে হাসপাতালেই থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর