যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায় - Bangla Hunt

যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়

By Bangla Hunt Desk - April 04, 2023

আশঙ্কা ছিলই। অবশেষে যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কেন? মুখ বন্ধ রাখতে পর্নস্টারকে নাকি ঘুষ দিয়েছিলেন তিনি।

আমেরিকার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা, যেখানে প্রাক্তন কোনও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ (Criminal Charges) আনা হল। বৃহস্পতিবার নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি এমনই রায় দিয়েছে। এক পর্নতারকার সঙ্গে নাম জড়ায় ট্রাম্পের। যৌন কেলেঙ্কারির মামলা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের নামে। অভিযোগ, মুখ বন্ধ রাখতে ওই পর্নতারকাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। ওই পর্নতারকার সঙ্গে যৌন সম্পর্ক লুকিয়ে রাখতেই ট্রাম্প এমনটা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগের তদন্ত শুরু হয়। যদিও ট্রাম্প এই মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন।

সোমবার এই মামলার শুনানিতে রবার্ট কাস্টেলো নামে এক সাক্ষী আদালতে জানিয়েছেন ট্রাম্পের ফিক্সার মাইকেল কোহেন, স্টরমি ড্যানিয়েলসকে ওই ঘুষের টাকা দিয়েছেন। ওই সাক্ষ্য দেওয়ার পরই ট্রাম্প ধুয়ো তুলেছেন তাঁকে গ্রেফতার করা হতে পারে। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর