টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং - Bangla Hunt

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

By Bangla Hunt Desk - March 10, 2023

চীনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন জি। আজ, প্রায় ৩০০০ সদস্যের ন্যাশনাল পিপল’স কংগ্রেস তাঁকে নির্বাচিত করে। প্রত্যেকেই জিংপিংয়ের পক্ষেই মত দিয়েছেন।

আরো পড়ুন- Agniveer: অগ্নিবীরের জন্য বড় ঘোষণা মোদি সরকারের! কি জেনে নিন একনজরে

প্রেসিডেন্ট পদের পাশাপাশি চীনের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মিলিটারি কমিশনের চেয়ারম্যান পদেও মনোনীত হয়েছেন তিনি। যদিও সমালোচকরা এই নির্বাচনকে এক প্রকার প্রহসনই বলছেন। এর আগে নিয়ম ছিল কোনও একজন ব্যক্তি টানা দু’বার চীনের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন। ২০১৮ সালেই এই নিয়মের অবসান ঘটান জিংপিং। তখনই মনে করা হয়েছিল খুব সহযে গদি ছাড়তে নারাজ তিনি। গত বছরই টানা তৃতীয়বার চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে বসেছিলেন জি। আর আজ প্রেসিডেন্ট পদেও ফের বসলেন তিনি। ধীরে ধীরে চীনের রাজনীতির সর্বস্তকে জিনপিংয়ের প্রভাব আরও বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জি নিজে থেকে অবসর না নিলে, আমৃত্যু চীনের প্রেসিডেন্ট পদেই থাকবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর