এবার গরম হবে জব্দ! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা একধাক্কায় নামবে ১২ ডিগ্রিতে - Bangla Hunt

এবার গরম হবে জব্দ! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা একধাক্কায় নামবে ১২ ডিগ্রিতে

By Bangla Hunt Desk - March 05, 2023

দেশে আসছে এক নতুন ধরনের বৈদ্যুতিন পাখা, যা ঘরের তাপমাত্রা কমিয়ে আনতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই দাবি করেছে এই ফ্যান কোম্পানি।

আসলে ওরিয়েন্টেড লিমিটেড নামক একটি কোম্পানি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে ক্লাউড ৩ ফ্যান। এই ফ্যান লঞ্চিংয়ের বিষয় ঘোষণাও করে দিয়েছে কোম্পানি। বলা হয়েছে যে ভারতে এই প্রথম উন্নত ‘ক্লাউডচিল’ প্রযুক্তি দ্বারা চালিত এমন কুলিং ফ্যান। আপনি জেনে অবাক হবেন যে এই ফ্যান দিয়ে শুধু ঠাণ্ডা হওয়া পাওয়া যায় তা কিন্তু নয় বরং ঘরের তাপমাত্রাকে কমিয়ে দিতে পারে এই ফ্যান। নির্মাতা সংস্থার দাবি, ‘ক্লাউড ৩ কুলিং ফ্যান’ (cloud e cooling fan) -এর নকশাই একদম স্বতন্ত্র। এতে রয়েছে ৪.৫ লিটার ক্ষমতা সম্পন্ন একটি জলের ট্যাঙ্ক। ঠান্ডা হাওয়ার রহস্য এটাই। এই জল প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ঘর ঠান্ডা করতে পারবে। ঘরের তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনতে পারবে। সংস্থার এমডি এবং সিইও রাকেশ খান্না বলেন ক্লাউড ৩ কুলিং ফ্যান এবং এর ক্লাউডচিল প্রযুক্তি একেবারে নতুন। এতে রয়েছে একটি ইন-বিল্ট ক্লাউড চেম্বার।

ফ্যান থাকা ইন-বিল্ট ক্লাউড চেম্বার জলকে অনেকটা মেঘের মতো ন্যানো পার্টিকেলে রূপান্তরিত করে। আর এই ফ্যান অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা ব্লেড গুলি ঠান্ডা বাতাস গোটা ঘরে ছড়িয়ে দেয়। রাকেশ খান্না আরো জানান যে ওরিয়েন্টের প্রিমিয়াম বিভাগের এই ফ্যান গুলি লোকেদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। আর বিশেষ করে ভারতের মতো দেশে এমনটা হওয়ার সম্ভবনা বেশি রয়েছে। তবে এই ফ্যান এখন শুধু নির্দিষ্ট কিছু দোকানেই শুধুমাত্র পাওয়া যাবে।

তবে প্রশ্ন হচ্ছে যে সত্যি কি ফ্যান থেকে মেঘ বেরিয়ে আসবে ? কিন্তু একটা কথা বলা যেতে পারে যে মেঘ বেরোক কিংবা ন বেরোক ফ্যানের সুখ আপনি ভালো করেই উপভোগ করতে পারবেন। সাড়ে চার লিটার জলের ট্যাঙ্কটিতে অনায়াসে ভরে দেওয়া যাবে বরফ ঠান্ডা জল, যদি কেউ অতিরিক্ত শীতলতা চান। সেই সঙ্গে চাইলে সুগন্ধি মিশিয়েও দেওয়া যায়। ঘরের পরিবেশ বদলে যাবে মুহূর্তে। ৮ ঘণ্টা স্থায়ী থাকবে এই ব্যবস্থা। এছাড়া এই ফ্যানের ডিজাইনটা বেশ স্টাইলিশ ও সুন্দর। আর যখন এই ফ্যানটি চলে তখন কোনো রকম শব্দ হয়না অথচ হাওয়ার প্রবাহ তুলতে পারে এটি। আর এই ফ্যান চালনা করার ম জন্য রিমর্ট কন্ট্রোলের সুবিধাও রয়েছে। আপনি এই ফ্যান প্রাথমিক সীমিত সময়ের অফারে অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে এই ফ্যান কিনতে পারবেন। আগামী দিন গুলিতে এই ফ্যান খুচরো দোকানেও পাওয়া যাবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর