জারি হল নতুন নির্দেশিকা লকডাউন না মানলে হতে পারে জেল ও জরিমানা - Bangla Hunt

জারি হল নতুন নির্দেশিকা লকডাউন না মানলে হতে পারে জেল ও জরিমানা

By Bangla Hunt Desk - March 23, 2020

লকডাউন নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার।ইতিমধ্যেই রাজ্যগুলিকে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালের লকডাউন বেশিরভাগ মানুষ মানলেও অনেকেই এই পরিস্থিতিতে রাস্তায়, চায়ের দোকানে, পাড়ার মোড়ে আড্ডার দিতেও দেখা গেছে।

বিষয়টি নজরে আসতেই কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশিকা জারি করছে।এই নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী লকডাউন আমান্য করে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে । বিনাকারনে কোনো মানুষ লকডাউন এর সময় বাহিরে চলা ফেরা করলে এই আইনে সর্বোচ্চ ছয় মাসের জেল হতে পারে।এর পাশাপাশি ১০০০ জরিমানা করা হতে পারে। ৭ জনের বেশি কোথাও ভিড় না করতে নিষেধ করা হয়েছে।

এখনো পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪১৫ জন ও মৃতের সংখ্যা সাতজন। ১৩ টি রাজ্যের ৭৫ টি জেলায় লকডাউন করা হয়েছে।

আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, অনেক মানুষ আছেন যারা লকডাউনকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। দয়া করে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। যথাযথভাবে সরকার নির্দেশিকা মেনে চলুন। আমি সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করছি, আইন অনুযায়ী লকডাউন নিশ্চিত করুন।

বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারও সকল জনগণকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর