মেট্রোর মতো কলকাতায় গঙ্গার নীচে দিয়ে ছুটবে বাস ট্যাক্সি! - Bangla Hunt

মেট্রোর মতো কলকাতায় গঙ্গার নীচে দিয়ে ছুটবে বাস ট্যাক্সি!

By Bangla Hunt Desk - March 05, 2023

মেট্রোর মতোই এবার কলকাতায় গঙ্গার নীচে দিয়ে ছুটবে বাসও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি সুভাষ ডক থেকে শালিমার বা বোটানিক্যাল গার্ডেন অবধি এই টানেল হবে। চলুন বিস্তারিত জেনে নিন।

প্রসঙ্গত, এই এলাকায় যানজটের কারণে মানুষকে প্রতিনিয়ত ঝামেলা পৌয়াতে হয়। এবার এই যান যট কমানোর জন্যই অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতুর উপর চাপ কমানোর জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইভেট গাড়ি ও মালবাহী গাড়ি এই পথ ধরে যাতায়াত করবে। পরবর্তীতে এই রুট ধরে ট্রেন চলাচলও শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এখনো প্রকল্পের কাজ শুরু হয়নি। সবেমাত্র ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট (Details Project Report) তৈরি করা হয়েছে।

জানিয়ে রাখি, গঙ্গার নীচে দিয়ে এই সুড়ঙ্গ তৈরি হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর আর্থিক ভাবেও স্বচ্ছল হয়ে উঠবে। ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরি কাজ দেওয়া হয়েছে এক বড় কোম্পানিকে। ওই সংস্থাই ট‍্যানেল তৈরি করবে। যদিও এটা প্রথম নয়। এই ধরণের ট‍্যানেল বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের শেল্ড নদীর নীচেও তৈরি করা হয়েছে।

‘‘বন্দর এলাকায় একাধিক জায়গা থেকে কন্টেনার আসে। রাস্তা দিয়ে কন্টেনার যাতায়াত করার জন্য ব্যাপক যানজট তৈরি হয়। যানজট ঠেকাতে একাধিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তবে কলকাতা ও হাওড়া শহর এবং পাশ্ববর্তী এলাকা যানজটমুক্ত করতে এই টানেল কার্যকরী হবে। তবে টানেল কোথায় হবে ও কোন দুটি অংশকে যুক্ত করবে তা সমীক্ষা ও ডিপিআর-এ উঠে আসবে।’’ এমনটাই জানিয়েছেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর