আচমকা ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি আম চাষিদের - Bangla Hunt

আচমকা ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি আম চাষিদের

By Bangla Hunt Desk - March 22, 2020

বালুরঘাট ২২ মার্চ ; আচমকা ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখিন দক্ষিন দিনাজপুরের আম চাষিরা। গতকাল রাত দশটা নাগাদ আচমকাই জেলা জুড়ে শুরু হয় দমকা ঝড়ো বাতাসের সাথে ব্যাপক জোর বৃষ্টি। আর সেই ঝড়ে ও বৃষ্টিতে বেশির ভাগ আম গাছের মুকুল ঝড়ে পড়ে গিয়ে গাছ গুলির শাখা প্রশাখায় শুধু মাত্র মুকুলের বোটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জেলার আম চাষিরা জানিয়েছেন গত বছর আমের ফলন তেমন একটা আশাপ্রদ ছিল না। কিন্তু এবার জেলার বিভিন্ন প্রান্তেই আম গাছ গুলিতে গতবারের তুলনায় ব্যাপক আকারে মুকুল আসতে আম চাষি ভাইরা ভাল ফলনের আশায় বুক বেধে ছিল। কিন্তু গতকালের আচমকা ঝড় বৃষ্টি তাদের সে আশায় জল ঢেলে দিল বলে তারা জানিয়েছেন। এর ফলে জামাই ষষ্ঠীর বাজারে আম প্রেমীদের চড়া দামেই কিনে খেতে হতে পারে বলে তারা আশংকা প্রকাশ করে তা জানিয়ে দিতে ভোলে নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর