পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত হল কমপক্ষে ২৮ জনের । আহতের সংখ্যা বহু। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, ওই মসজিদটি সেদেশের উত্তর-পশ্চিম প্রান্তের শহর পেশোয়ারে। বিস্ফোরণের সময় মসজিদে ব্যাপক ভিড় ছিল।
দুপুরের প্রার্থনার জন্য মসজিদে জড় হয়েছিলেন প্রার্থনাকারীরা। আর, সেই সুযোগ নিয়েছে হামলাকারী। তারা সংখ্যায় এক না-একাধিক ছিল, জানার চেষ্টা করছে পুলিশ। আহত প্রার্থনাকারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে আবার কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরো পড়ুন- অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভাবছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ
তদন্তকারীদের একাংশের আবার দাবি, হামলাকারীদের লক্ষ্য মসজিদ ছিল না। ছিল, পুলিশের কার্যালয়। পেশোয়ার পুলিশের প্রধান ইজাজ খান সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, ‘প্রদেশ পুলিশের সদর কার্যালয়ের চত্বরে এই মসজিদ। এই কার্যালয়েই রয়েছে সন্ত্রাসদমন শাখার মূল কেন্দ্র। সেই কারণে হামলা চালানো হয়েছে।’
সম্প্রতি, পাক তালিবান জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে পাকিস্তানের পুলিশ ও সামরিক বাহিনী। সেই বদলা নিতে পাক তালিবান জঙ্গিরা এই হামলা চালিয়েছে। এই মসজিদে
যাতায়াতকারী অনেকেই পেশোয়ারের পুলিশ ও সন্ত্রাসদমন বিভাগে কর্মরত। তাই, পেশোয়ার পুলিশের এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তের পর মসজিদের মধ্যে বিস্ফোরকের সন্ধান মিলেছে। বিস্ফোরণের জেরে মসজিদের একটি দেওয়ালও ধসে পড়েছে। সেকথা মাথায় রেখেই আত্মঘাতী বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে, পাকিস্তান পুলিশ পাক তালিবানকে এই হামলায় জড়িত থাকার ঘটনায় সন্দেহ করলেও কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।
অন্যতম তদন্তকারী আধিকারিক সিকান্দার খান জানিয়েছেন, বিস্ফোরণের সময় মসজিদের মধ্যে অন্তত ২৬০ জন ছিল। তিনি বলেন, ‘বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মসজিদের একটি দেওয়াল ধসে পড়ে। আর, দেওয়াল ধসেও বহু লোক আহত হয়েছেন।’
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!