প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও চলছে জনতা কার্ফু - Bangla Hunt

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও চলছে জনতা কার্ফু

By Bangla Hunt Desk - March 22, 2020

মালদাঃ– প্রধানমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে সকাল ৭টা থেকে মালদা জেলার বিভিন্ন জায়গায় চলছে জনতা কার্ফু। সাধারণ মানুষ সকাল থেকে সরারাজ্যের সাথে মালদা জেলার জনবহুল এলাকা গুলিতে দেখা গেলো ফাঁকা । জনতা কার্ফু দিন কার্যত ঘরবন্দি থাকলো মালদা জেলার মানুষজন। এদিন সকাল থেকেই মালদা শহরের একাধিক পথ কার্যত ফাঁকা দেখাযায়। রাস্তাঘাটে যানবাহনও লক্ষ্য করা গেল ফাঁকা । বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হয়নি কেউই। এই বিষয়ে মালদাবাসীর প্রতিক্রিয়া করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন আজকের দিনে ঘর থেকে যাতে কেউ বের না হয়। তাই জনতা কারফিউ সামিল হয়েছেন নিজেরাও।
গোটা দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ২২ মার্চ রবিবার সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার সকালে শহরের রথবাড়ি, গৌড়রোড,নেতাজী মার্কেট সহ বিভিন্ন জায়গায় অন্যদিকে গ্রামে গাজোল চাঁচলো, সহ হবিবপুর বামোনগোলা বিভিন্ন জায়গায় জনসমাগম দেখা গেলেও না। সকাল থেকে জনশূন্য অবস্থা দেখা গেল । মানুষজন কার্যত জনতা কারফিউ মেনে ঘরবন্দী অবস্থায় থাকলেন । প্রায় সমস্ত দোকান বন্ধ রেখেছেন জনসাধারণ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর