প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে দেশজুড়ে চলছে জনতা কার্ফু, সকাল থেকে কেমন কাঁচরাপাড়ার ছবিটা - Bangla Hunt

প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে দেশজুড়ে চলছে জনতা কার্ফু, সকাল থেকে কেমন কাঁচরাপাড়ার ছবিটা

By Bangla Hunt Desk - March 22, 2020

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ডাকে জনতা কার্ফুতে অভূতপূর্ব সাড়া মিলল কাঁচরাপাড়া শহর জুড়ে। সকাল ৭টা থেকে চলা এই জনতা কার্ফুতে কাঁচরাপাড়া শহর প্রায় ফাঁকা। ধু ধু করছে রাস্তাঘাট, ঘরবন্দিতে সারা জনগণের।

করোনা আতঙ্কে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পরামর্শ মেনে ২২ মার্চ রবিবার সারা দেশজুড়ে চলছে জনতা কার্ফু। উত্তর থেকে দক্ষিণ সমস্ত রাস্তাঘাট প্রায় ফাঁকা। সকাল থেকেই শুরু শুনশান কাঁচরাপাড়া স্টেশন, স্টেশন রোড, গান্ধী মোড়, থানার মোড়, সহ কাঁচরাপাড়ার বিভিন্ন অঞ্চল। বন্ধ বাস চলাচল। দেখা মেলেনি গণপরিবহন ব্যবস্থাও। কাঁচরাপাড়া মন্ডল বাজার, মতি বাজার, সিটি বাজার, পৌর বাজার, সহ কাঁচরাপাড়া সমস্ত মল গুলি বন্ধ। বন্ধ সমস্ত দোকানপাট। শহর প্রাণকেন্দ্র কাঁচরাপাড়া স্টেশন রোড থেকে গান্ধী মোড় কার্যত শুনশান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর