মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক - Bangla Hunt

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

By Bangla Hunt Desk - January 12, 2023

প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা করে রাস্তা দিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কনভয়। পাশের ব্যারিকেডের ওপারে বহু অনুরাগী-সমর্থকের ভিড়। তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন মোদী। ঠিক তখনই ঢুকে পড়েন ওই যুবক।

আরো পড়ুন- তৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে থেকে উদ্ধার ১১ কোটি

ভিডিয়োয় দেখা যায়, যুবক মালা দেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে শেষ মুহূর্তে মালাটি নেন এবং গাড়ির বনেটের উপরে রাখেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পাচঁস্তরীয় সুরক্ষাবলয় থাকে। যেখানে সবচেয়ে বাইরের যে স্তর, অর্থাৎ সুরক্ষার পাঁচ নম্বর স্তরের দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। তা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এর আগে, পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছরের জানুয়ারিতে জাতীয় শহিদ মেমোরিয়ালের ৩০ কিলোমিটার আগে একটি উড়ালপুলে দেখা গিয়েছিল, রাস্তা আটকে রেখেছেন বিক্ষোভকারীরা। সেই উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। যা প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে বড়োসড়ো গলদ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর