লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। সেই লক্ষ্যে এক বছর আগে থেকেই প্রচার শুরু করছে বিজেপি (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষত বঙ্গের মাটিতে বাড়তি নজর গেরুয়া শিবিরের। উনিশের নির্বাচনে যে ১৮ টি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি, সেই কেন্দ্রগুলিকে ভর করে তুলনায় কম দুর্বল কেন্দ্রের সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে বছরের শুরু থেকেই টানা রাজ্য সফরে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার দিল্লি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) আগামী বছর বঙ্গে একাধিক সভা করবেন। ছুঁয়ে যাবেন ৪২টি লোকসভা কেন্দ্রই। এই মর্মে বিজেপি রাজ্য দপ্তরে খবর এসে পৌঁছেছে দিল্লি (Delhi) থেকে।
আরো পড়ুন- কেমন আছেন ঋষভ পন্থ? কারা নিচ্ছে চিকিৎসার সব দায়িত্ব?
বঙ্গে গেরুয়া প্রচারের নীল নকশা প্রায় শেষ। শাহ-নাড্ডাদের লাগাতার সফরসূচি ঠিক হয়েছে আগেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচিও ঠিক হল। দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী বছর প্রধানমন্ত্রীর মোট ১৪ টি জনসভা করার কথা। তা হবে ৪২ টি কেন্দ্রজুড়েই। যে লোকসভা কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থীরা হেরেছিলেন, সেসব কেন্দ্রে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে খবর। তার আগে অবশ্য জানুয়ারিতেই জে পি নাড্ডা, অমিত শাহ রাজ্যে এসে জনসভা করবেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতে ঠিক করা হতে পারে মোদির সফরসূচি।
সব ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি বঙ্গে আসছেন জে পি নাড্ডা। হুগলির (Hooghly) চণ্ডীপুরে জনসভা করার কথা। তারপর জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথমে আসবেন অমিত শাহ। হয়ত তারপর রাজ্যে পা পড়বে প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, তাঁর সফরকে সামনে রেখে দু, তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে একেকটি ক্লাস্টার (Cluster) তৈরি হচ্ছে। এভাবে ৪২ কেন্দ্রের জন্য তৈরি হবে তা। প্রধানমন্ত্রীর ১৪ জায়গায় সভার মধ্যেই যাতে সবকটি কেন্দ্র ছোঁয়া যায়, তার চেষ্টা করা হচ্ছে।
এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগেও একাধিকবার বাংলায় এসে জনসভা করেছেন নরেন্দ্র মোদি। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। বঙ্গের মাটিতে পদ্মের বিস্তার হতে পারেনি সেভাবে। এবার লোকসভা ভোটকে সামনে রেখে তাঁর প্রচার কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!