বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর - Bangla Hunt

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

By Bangla Hunt Desk - December 18, 2022

বাংলাহান্ট ডিজিটালঃ চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুরের ৷ যোগী-রাজ্যে এরকম যৌতুক পাওয়ার ঘটনা এই প্রথম ৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বুলডোজার নিয়ে সারা দেশে রীতিমতো চর্চা হয়েছে ৷ এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে ৷ এরই মধ্যে জেলায় একটি বিয়ের যৌতুকে বুলডোজার পাওয়ার ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ৷

আরো পড়ুন- স্বামীকে আটকে রেখে ২৯ ঘণ্টা ধরে ধর্ষণ করল স্ত্রী

উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা যোগেন্দ্র প্রজাপতিকে বিয়েতে তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বুলডোজার উপহার দেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত যোগেন্দ্র। শ্বশুরবাড়ির কাছ থেকে এমন অভিনব উপহার পেয়ে যারপরনাই খুশি ওই যুবক। উপহার পাওয়া বুলডোজারের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ছবিতে দেখা গিয়েছে, বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে বুলডোজারটি।

এই ঘটনায় সবাই তাজ্জব ৷ 16 ডিসেম্বর বুলডোজার বগলদাবা করে মেয়ে নেহা ও জামাই যোগী বিদায় নেন ৷ আশপাশের এলাকা থেকে গ্রামবাসীরা এসে বিদায়ী অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমান ৷ কেন বুলডোজার দিলেন নেহার বাবা ? পরশুরাম বলেন, “আমার মেয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ৷ যদি চাকরি না হয়, তাহলে এটা দিয়ে নিজে রোজগার করতে পারবে ৷” আরও একবার যোগীর বুলডোজার পাওয়া নিয়ে খুব চর্চা হচ্ছে ৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর