Agni-V Missile: অগ্নি ৫ এর সফল উৎক্ষেপণ করল ভারত, ঘুম উড়ল চিন-পাকিস্তানের - Bangla Hunt

Agni-V Missile: অগ্নি ৫ এর সফল উৎক্ষেপণ করল ভারত, ঘুম উড়ল চিন-পাকিস্তানের

By Bangla Hunt Desk - December 15, 2022

বাংলা হান্ট ডিজিটালঃ চিন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে রাতের অন্ধকারেই অগ্নি-৫-এর ( Agni-V) সফল উৎক্ষেপণ করল ভারত। ৫ হাজার ৫০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। অরুণাচল প্রদেশে তাওয়াং সংঘর্ষের (Tawang Clash) পরই এই উৎক্ষেপণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরো পড়ুন- আপাতত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়, শুভেন্দুর করা মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আজ সাফল্যের সঙ্গে নাইট ট্রায়াল শেষ করেছে অগ্নি ৫। যার পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি।

অগ্নি-৫

গত বছরই অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ করেছিল ভারত। তখনই ভারতীয় মিসাইলের আওতায় চলে এসেছিল চিনের রাজধানী বেজিং। এবার ওড়িশা থেকে রাতের অন্ধকারেও উৎক্ষেপণ সফল হল।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বরই অরুণাচলের তাওয়াংয়ের (Tawang) কাছে ইয়াংসে এলাকায় দু’দেশের সেনা সংঘর্ষে জড়ায় বলে খবর। তাতে জখম হন কমপক্ষে ২০ থেকে ৩০ জন ভারতীয় সেনা। তবে কারোর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। এনিয়ে বিবৃতিও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার মধ্যেই এবার অগ্নি ৫ এর পরীক্ষায় সফল হল ভারত।

এদিকে গত বছর ভারতের অগ্নি ৫ এর মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চিন। এটি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল। তবে কি সেই মিসাইলের সফল মহড়ায় ঘুম উড়েছিল চিনের?

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর