‘পাঠান’ সিনেমা নিয়ে একের পর এক বিতর্ক', সিনেমা বন্ধের হুমকি মন্ত্রীর - Bangla Hunt

‘পাঠান’ সিনেমা নিয়ে একের পর এক বিতর্ক’, সিনেমা বন্ধের হুমকি মন্ত্রীর

By Bangla Hunt Desk - December 15, 2022

বাংলাহান্ট ডিজিটালঃ ‘পাঠান’ সিনেমা নিয়ে একের পর এক বিতর্ক’।এ বার তাতে নয়া উপাদান যোগ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পাঠান’ সিনেমার গানের একটি দৃশ্যে ছবির নায়ক শাহরুখ খানের সঙ্গে বিকিনি পরে নাচতে দেখা যাচ্ছে নায়িকা দীপিকা পাড়ুকোনকে। সিনেমার এই দৃশ্যটিকেই ‘অত্যন্ত আপত্তিকর’ বলে অভিহিত করেছেন মন্ত্রী। ছবির নির্মাতাদের দৃশ্যটি পরিবর্তন করার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুরোধ না রাখা হলে ছবির প্রদর্শনী বন্ধেরও হুমকি দিয়েছেন মধ্যপ্রদেশ সরকারের এই মন্ত্রী।

আরো পড়ুন- তাওয়াংয়ে কেন রয়েছে চিনের লোলুপ দৃষ্টি, ওই এলাকার স্ট্র্যাটেজিক গুরুত্ব কি? জেনে নিন

বলতে গেলে মুক্তির পর থেকেই চর্চায় ছবির নতুন গান ‘বেশরম রং’ ৷ গানটিতে যে পোশাকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দৃশ্যায়িত করা হয়েছে, তা একাংশের মতে অত্যন্ত অশ্লীল ৷ গানে শাহরুখ-দীপিকার যে রসায়ন দেখানো হয়েছে তা অত্যন্ত সাহসী, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু গানে অভিনেত্রীর পোশাক চয়ন এবং অভিনেতা-অভিনেত্রীর কেমিষ্ট্রি নিয়ে তীব্র আপত্তি তুললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র(Minister Narottam Mishra on pathaan ) ৷

নরোত্তম তাঁর টুইটে লেখেন, “পাঠান-এর গানে টুকরে টুকরে গ্য়াং’য়ের সমর্থক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর ৷ গানটির শ্যুটিংও করা হয়েছে নোংরা মানসিকতা নিয়ে। গানের দৃশ্য এবং পোশাক সংশোধন করা উচিত, অন্যথায় মধ্যপ্রদেশে ছবিটির অনুমতি দেওয়া উচিত কি না, তা বিবেচনা করতে হবে ( MP minister says Pathaan release in state doubtful)।” অর্থাৎ মধ্য়প্রদেশে এই ছবিটি ব্যান করার যথেষ্ট সম্ভবনা যে রয়েছে তা বলাই বাহুল্য ৷ এই বিতর্ক এখন কতদূর গড়ায় সেটাই দেখার ৷

দীপিকার পরনে থাকা বিকিনির গেরুয়া রং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এর মাধ্যমে হিন্দুধর্মের অবমাননা করার চেষ্টা হয়েছে কি না, তা নিয়ে সংশয়ী মন্ত্রী। এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন নরোত্তম। এ বার পঠান বিতর্কেও জড়িয়ে গেল তাঁর নাম।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর