Weather Update: ফের নিম্নচাপ, ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি - Bangla Hunt

Weather Update: ফের নিম্নচাপ, ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি

By Bangla Hunt Desk - August 18, 2022

অস্বস্তিকর আবহাওয়া থেকে কি মুক্তি মিলবে? আগামী ১-২ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মায়ানমারে অবস্থানরত ঘূর্ণাবর্ত ক্রমেই বাংলা অভিমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে । তবে তা ওপার বাংলা ছুঁয়ে এপার বাংলায় পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

আরো পড়ুন- Al Qaeda: শাসন থেকে আল কায়দার ২ জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

আলিপুর হাত্তয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, “এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটির অবস্থান দক্ষিণ মায়ানমারে । আমাদের সমুদ্র উপকূলের দিকে এই ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা আছে এবং আরও একটু ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে । এই প্রথম একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা বাংলাদেশ ঘেঁষে রাজ্যের দিকে আসতে পারে ।”

আজ, 18 অগস্ট থেকে 20 তারিখের মধ্যে এই নিম্নচাপ প্রবেশের সম্ভাবনা রয়েছে ৷ এর ফলে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বিশেষত আজ থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দিনের শুরুতে না হলেও দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম দুই-24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর