

রাশি রাশি টাকা। থরে থরে সোনা-গয়না। অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে যে বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে, সেটা কারও অজানা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় কোথায় এই টাকা বিনিয়োগ করা হয়েছে? সূত্রের খবর, এবার সেই তদন্তই শুরু করতে চলেছে ইডি (ED)। ইডির স্ক্যানারে বারাসাতের একটি টেক্সটাইল সংস্থাও। অর্পিতার (Arpita Mukherjee) টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে চটের ব্যাগ। বারাসতের ওই টেক্সটাইল সংস্থার অনুষ্ঠানে যান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এমনকী মাঝে মধ্যেই ওই সংস্থার দোকান থেকে প্রচুর শাড়িও কিনেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ওই সংস্থার সাহায্যে বিপুল টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কিনা এবার সেটাই খতিয়ে দেখবেন তদন্তকারীরা। এজন্য বিদেশ মন্ত্রকেরও নাকি সাহায্যে নেবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
কী বলছে ইডি?
ইডি সূত্রে জানা গিয়েছে, ওই টেক্সটাইল সংস্থার মাধ্যমে টাকা বাংলাদেশে পাচার করা হত। ওই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হত। বারাসতের এই টেক্সটাইল সংস্থার মালিকের সঙ্গে নাকি ভালই দহরম মহরম ছিল পার্থের। সংস্থার একাধিক অনুষ্ঠানেও পার্থকে দেখা যেত। এই সংস্থার মালিকের সঙ্গে বিশেষ পরিচিতি ছিল অর্পিতারও। যদিও ইডির এই দাবির সত্যাসত্য বিচার করেনি বাংলাহান্ট ডিজিটাল।
আরো পড়ুন- SSC Scam: বাংলায় ফের ‘পরিবর্তনের ডাক’, দুর্নীতি ইস্যুতে সরব বুদ্ধিজীবীরা
ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে, এই সংস্থার পক্ষ থেকে ‘পার্থ চট্টোপাধ্যায়ের পুজো’ বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গা পুজোয় মোটা টাকা চাঁদা দেওয়া হত। খুব শীঘ্রই এই সংস্থার মালিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে। সূত্রে মারফত এ-ও জানা গিয়েছে যে, তদন্তের প্রথম থেকেই এই সংস্থার উপর নজর রাখছিল ইডি।

ইডি সূত্রে দাবি, অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি উদ্ধার হয়। উদ্ধার হয়েছে ওই সংস্থার চটের ব্যাগ। মাঝে মধ্যেই ওই সংস্থার দোকান থেকে প্রচুর শাড়িও কিনেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই সংস্থার মালিকের সঙ্গে বিশেষ পরিচিতি ছিল অর্পিতারও। তবে কি ওই সংস্থার মাধ্যমে টাকার লেনদেন চালাতেন অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আর কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা জানতে এবার তদন্ত শুরু করেছে ইডি। সূত্রের খবর, এই প্রক্রিয়াতেই বিদেশে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের তত্ত্বও উঠে এসেছে।
ইডি সূত্র খবর, হাওয়ালার মাধ্যমে টাকা বাংলাদেশ বা অন্যত্র পাঠানো হচ্ছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। পাশাপাশি এই ধরনের কাজে যেহেতু বিশ্বস্তদের উপরই ভরসা করা হয়, সে জন্য পার্থ (Partha Chatterjee) এবং অর্পিতার (Arpita Mukherjee) ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দেখতে চাইছে ইডি।


ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স