এত টাকা উঠল, আমি জানতে পারলাম না? জানলে অ্যাকশান হত, আর কী কী বললেন মমতা - Bangla Hunt

এত টাকা উঠল, আমি জানতে পারলাম না? জানলে অ্যাকশান হত, আর কী কী বললেন মমতা

By Bangla Hunt Desk - July 26, 2022

এসএসসি দুর্নীতির (SSC Scam) তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ সম্মান প্রদানের মঞ্চ থেকে গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। বিরোধীদেরও একহাত নিলেন তিনি। আর কী কী বললেন মুখ্যমন্ত্রী?

আরো পড়ুন-  ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দশ কেজি রুপো-সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ

এত যে টাকা উঠল, আমি জানতে পারলাম না? জানলে তো অ্যাকশন হত।

কোন ক্ষেত্রে বলুন তো ১০০টা চাকরি দিতে গেলে ১টা নিজের লোককে দেয় না?

সবাই সাধু বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত থাকে। সবাই ১০০ শতাংশ ঠিক কাজ করবে, তাও বলতে পারি না।

সিপিএম-বিজেপির এত অহংকার? আমি আজ রাজনীতি না করলে জিভটা কেটে ফেলতে পারতাম।

আমি বই লিখে আয় করি। আমার ১২০টা বই বেরিয়ে গিয়েছে। কখনও কখনও গানে সুর দিই। আমি যা রয়্যালিটি পাই, অনেকেই তা পায় না। আমার অনেক বই বেস্ট সেলার হয়েছে।

ভাবছেন মহারাষ্ট্র ভেঙেছি, ঝাড়খণ্ড ভাঙব, তারপর বাংলা আসব। কিন্তু মনে রাখবেন, বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে। দিঘায় গেলে কুমির খাবে। সুন্দরবনে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার কামড় দেবে, নর্থ বেঙ্গল দিয়ে এলে হাতি শুঁড়ে পেঁচিয়ে ছুঁড়ে ফেলবে।

আমার ছবি দেখাচ্ছেন, আপনাদের ছবি দেখাব? নিজেদের পিছনটা খুলে দেখুন।

কেউ ভুল করতেই পারে। ভুল করাটাও একটা অধিকার। জ্ঞানত ভুল করলে অপরাধ। আর অজ্ঞানত অবস্থায় ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে।

আমি এখনও জানি না এটাতে কে কে আছে, কে কী করেছে, তাহলে আমি কীভাবে বলব? বাচ্চার জন্মের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল। ট্র্যাপ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে।

কেউ চোর-ডাকাত হলে তৃণমূল রেহাই দেয় না। আমি নিজেদের ছেলেকে গ্রেপ্তার করিয়েছি। আমার গায়ে কালি ছেটালে মনে রাখবেন, আলকাতরা আমার হাতেও আছে।

যে ১ লক্ষ ছেলেমেয়ে চাকরি করে খাচ্ছেন, তাদেরও এক জায়গায় ফেলবেন? এরপর তো চাকরি কমে যাবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর