জুয়ার আড্ডায় হানা দিয়ে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ - Bangla Hunt

জুয়ার আড্ডায় হানা দিয়ে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ

By Bangla Hunt Desk - July 25, 2022

মালদাঃ- এলাকায় দিবারাত্র চলছিল রমরমিয়ে জুয়ার আসর। সেই জুয়ার আড্ডায় হানা দিয়ে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ। আসর থেকে উদ্ধার হলো হাজার পাঁচেক টাকা বোর্ড মানি। রবিবার মধ্য রাত্রে মালদহের চাঁচল থানার মল্লিক পাড়া এলাকার ঘটনা। ধৃত পাঁচ জনকে আজ সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই পাঁচ জন জুয়াড়ি মল্লিক পাড়া এলাকার বাসিন্দা। মল্লিক পাড়ার একটি চায়ের দোকানে প্রতিনিয়ত বসে জোয়ার আসর। রাত প্রযন্ত চলে চিৎকার ও হইহুল্লোড়। এলাকাবাসীরা সেই অত্যাচারে অতিষ্ঠ । শেষ মেষ সেই জুয়ার ঠেক হানা দিল চাঁচল থানার পুলিশ। গ্রেফতার করা হলো পাঁচ জুয়ারুকে। উদ্ধার হলো বোর্ড মানি। আজ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর