২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মীদের থেকেই মুড়ি নিয়ে তোপ দেগেছিলেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আক্রমণের নিশানায় ছিল ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাও৷ দলনেত্রীর দেখানো প্রক্রিয়াকে অনুসরণ করে এবার মাঠে নামছে তৃণমূল। মুড়ির থালা হাতে সংসদ ভবনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল নেতারা৷ এমনটাই সূত্রে খবর৷
আরো পড়ুন- ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! খড়গ্রামের বালিয়া গ্রাম পঞ্চায়েতের জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ
সোমবার সংসদের বাদল অধিবেশন দ্বিতীয় সপ্তাহে পা রাখছে। সকাল সোয়া ১০টা নাগাদ সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলেই সংসদ ভবনের বাইরে গাঁধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হবেন তৃণমূলের সাংসদরা।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ে নাভিশ্বাস আম জনতার৷ তা ঠেকাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাই মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো জরুরী হয়ে পড়েছে৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতেই মুড়ির থালা নিয়ে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা৷ এ ক্ষেত্রে ২১ জুলাইয়ের সমাবেশে নেত্রীর দেখানো পথেই এগোতে চাইছেন তাঁরা। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ওই প্রতিবাদে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ির থালা হাতে নিয়ে বলেন, তা হলে মুড়িতেও জিএসটি৷ বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না! মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি, লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। দলনেত্রীর দেখানো পথকেই শিরোধার্য করে আগামীকাল সংসদে সরব হতে চায় তৃণমূল৷
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!