মালদায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক দম্পতি সহ ৩ জন - Bangla Hunt

মালদায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক দম্পতি সহ ৩ জন

By Bangla Hunt Desk - July 24, 2022

মালদা- পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক দম্পতি সহ ৩ জন। বেপরোয়া বাইকের ধাক্কায় ওই দম্পতি জখম হন। জখম হন বাইকারোহীও। ওই তিনজনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দম্পতির নাম নীলরতন হালদার(৩৩) ও অনিতা হালদার(২৭)। তাঁদের বাড়ি পুরাতন মালদার নেমুয়া গ্রামে। জখম বাইকারোহীর নাম নাম অনুপ শীল (৩০)। তার বাড়ি হবিবপুর থানার গান্ধীনগর এলাকায়। ওই দম্পতি মহাদেবপুর এলাকায় বাজার করতে এসেছিলেন। বাজার করে বাড়ি ফেরার পথে ওই বাইকারোহী তাদের ধাক্কা মারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর