Malda: ১০০ দিনের কাজের প্রায় দশ কোটি টাকা তছরূপের অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা - Bangla Hunt

Malda: ১০০ দিনের কাজের প্রায় দশ কোটি টাকা তছরূপের অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা

By Bangla Hunt Desk - July 19, 2022

মালদাঃ- দুর্নীতি আর মালদা যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। কখনও খুন,কখনও নারী নির্যাতন,কখনও বা নিষিদ্ধ মাদক পাচার প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। বরুই ও মশালদহ গ্রাম পঞ্চায়েতের পর এবার ১০০ দিনের কাজের প্রায় দশ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের শাসকদল পরিচালিত কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তারি খাতুন, উপ প্রধান মহম্মদ নুর আজম ও পঞ্চায়েত সদস্য এবং সুপার ভাইজারদের বিরুদ্ধে।এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এলাকার বাসিন্দারা। যা ইতিমধ্যে ৩১৭ পাতার চার্জশিট তৈরি করেছে কলকাতা হাইকোর্ট।

এলাকার বাসিন্দাদের অভিযোগ,একশো দিনের প্রকল্পে পুকুর খনন থেকে শুরু করে উদ্যান পালন, কবরস্থানের প্রাচীর নির্মাণ,গাডওয়াল নির্মাণ, ক্যানেল সংস্কার,মাদ্রাসা প্রাঙ্গণ ও রাস্তায় মাটি ভরাটকরন এবং কংক্রিটের ঢালাই রাস্তা তৈরির নামে কোটি কোটি টাকা দুর্নীতি করার অভিযোগ রয়েছে প্রধান,উপ প্রধান ও পঞ্চায়েত সদস্য এবং সুপার ভাইজার ও একশো দিন প্রকল্পের পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে।

আরো পড়ুন

অভিযোগ,জমিতে কলা চাষের ভুয়ো বোর্ড লাগিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছে পঞ্চায়েত সদস্য ও সুপার ভাইজাররা।অপরদিকে রাতের অন্ধকারে জেসিবি মেসিন দিয়ে পুকুর কেটে ভুয়ো মাস্টার রোল বানিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে স্বজন পোষনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।আর অধিকাংশতেই কোনও কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে নিয়েছে বলে অভিযোগ। প্রতিটা দুর্নীতিমূলক কাজ প্রধান, উপ-প্রধান ও পঞ্চায়েত কর্মীদের যোগসাজশে হয়েছে বলে অভিযোগ।

কলকাতা হাইকোর্টে মামলাকারী মহম্মদ সেখিল হোসেন জানান,কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রতিটা বুথে একশো দিন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। খাতায়-কলমে কাজ হয়েছে কিন্তু বাস্তবে কিছুই হয়নি।এতে পুরোপুরি ভাবে জড়িয়ে আছে পঞ্চায়েত প্রধান,উপ প্রধান ও পঞ্চায়েত কর্মীরা। পঞ্চায়েতের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। শুধু সময়ের অপেক্ষা। হাইকোর্টের নির্দেশে দুর্নীতিবাজরা শিঘ্রই শাস্তি পাবে বলে আশাবাদী।

পঞ্চায়েত প্রধান আক্তারি খাতুন ও উপ প্রধান মহম্মদ নুর আজম আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে এই ব্যাপারে কিছু বলতে না চাইলেও প্রধান আক্তারি খাতুনের স্বামী আব্দুল রশিদ জানান, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন। অভিযোগকারীরা তাদের কাছে টাকা দাবি করছিল, টাকা দেয়নি বলে এই ধরনের মিথ্যা মামলা করেছে বলে দাবি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর