Justice NV Ramana: রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: প্রধান বিচারপতি - Bangla Hunt

Justice NV Ramana: রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: প্রধান বিচারপতি

By Bangla Hunt Desk - July 17, 2022

গণতন্ত্রে রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়। মন্তব্য দেশের প্রধান বিচারপতি এন ভি রমনার (Justice NV Ramana)। তার কথায় দেশে বিরোধীদের পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ নয়।

আরো পড়ুন- Yashwant Sinha: রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকেই সমর্থন করবে আম আদমি পার্টি

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) আয়োজিত একটি অনুষ্ঠানে রাজস্থান বিধানসভায় হাজির হয়েছিলেন প্রধান বিচারপতি। সেখানে তিনি বলেন, ‘‘রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়, যা ইদানীং আমরা দেখতে বাধ্য হচ্ছি। এগুলো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়।’’ তার পরই রমণার সংযোজন, ‘‘আগে সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক সম্মান দেওয়ার সম্পর্ক ছিল। দুর্ভাগ্যজনক ভাবে, বিরোধী পরিসর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে।’’ পরিষদীয় কার্যকলাপের মান নিয়েও উদ্বেগের সুর ধরা পড়েছে প্রধান বিচারপতির গলায়। তিনি বলেন, ‘‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সংসদীয় কার্যকলাপের অধোগতি প্রত্যক্ষ করছেন দেশবাসী।’’ সংসদে আইন প্রণয়নের খামতির কথাও নিজের বক্তব্যে তুলে এনেছেন রমণা।

সম্প্রতি সংসদ চত্বরে ধর্না নিষিদ্ধ হওয়া বা সংসদে অব্যবহারযোগ্য শব্দতালিকায় বহুল প্রচলিত শব্দের অন্তর্ভুক্তির পর বিরোধীরা অভিযোগ করছেন, বিরোধিতার পরিসরকে কেড়ে নিতে চাইছে মোদী সরকার। এই প্রেক্ষিতে রাজস্থানের বিধানসভার অনুষ্ঠানে দাঁড়িয়ে বিরোধী পরিসর নিয়ে দেশের প্রধান বিচারপতির এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর