Coal Scam Case: কয়লা কাণ্ডে এবার লালার ২ সাগরেদের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি - Bangla Hunt

Coal Scam Case: কয়লা কাণ্ডে এবার লালার ২ সাগরেদের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

By Bangla Hunt Desk - July 13, 2022

কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) এবার লালার ২ সাগরেদ জয়দেব মণ্ডল এবং গুরুপদ মাঝির বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate) । জানা গিয়েছে, জয়দেব মণ্ডলের সাড়ে 15 কোটি টাকা এবং গুরুপদ মাঝির সাত কোটি 90 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এবং রাজ্যের বাইরেও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এই দু’জনের বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ।

আরো পড়ুন- দ্রৌপদী মুর্মু বাংলায় এসে কেন তৃণমূলের কাছে ভোট চাইলেন না, প্রশ্ন তুললেন পার্থ

গত বছর সেপ্টেম্বর মাসে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির বেশ কয়েকজন সাগরেদকে গ্রেফতার করেছিল সিবিআই। তাদের মধ্যেই অন্যতম নাম ছিল গুরুপদ মাঝি এবং জয়দেব মণ্ডল । মূলত আসানসোল, বাঁকুড়া, রানিগঞ্জ এলাকায় তাদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা ।

এর আগে কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে একাধিকবার কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেই সময় তার একাধিকবার বয়ান রেকর্ড করা হয় সিবিআই-এর তরফে । কিন্তু ঠিক কত টাকার তছরূপ হয়েছে তা জানার জন্য ইডি এই ঘটনার তদন্তে নামে । এরপরেই গোয়েন্দারা হদিশ পান একাধিক কয়লা মাফিয়ার । তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা জানতে পারেন জয়দেব মণ্ডল বাম আমলে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন । পরে 2014 সালের পর বিভিন্ন ব্যবসায় হাত পাকাতে শুরু করেন জয়দেব মণ্ডল । 2011 সালে কলকাতার নিউ মার্কেট থানা এলাকা থেকে জয়দেব মণ্ডলকে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারাও গ্রেফতার করেছিলেন ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর