নদিয়াতে বিজেপির বড়সড় ভাঙ্গন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি সজল দে - Bangla Hunt

নদিয়াতে বিজেপির বড়সড় ভাঙ্গন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি সজল দে

By Bangla Hunt Desk - March 11, 2020

নদীয়া জেলায় বিজেপিতে বড়সড় ভাঙ্গন। আজই প্রায় হাজার খানেক সমর্থককে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি বিপ্লব দে ওরফে সজল।
কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার তৃণমূল কংগ্রেসের ফেরার বিষয়টি চূড়ান্ত হয়। তারপরই আজ বুধবার কল্যাণীতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন নদীয়া জেলার দাপুটে বিজেপি নেতা সজল দে। আজ তার হাতে দলীয় পতাকা তুলে দেন নদীয়া জেলা সভাপতি শংকর সিং। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখার্জি ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য সজল বরাবরই বিজেপি নেতা মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। বিজেপি ছেড়ে তার তৃণমূলের যোগদানের ফলে নদীয়াতে বিজেপির অনেকটাই শক্তি ক্ষয় হবে বলে মনে করা হয়। গত লোকসভা নির্বাচনে এই সজলের হাত ধরেই কল্যাণীতে বিজেপি তৃণমূল কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে দিয়েছিল। কল্যাণীতে ৪টি ওয়ার্ড ছাড়া আর কোন ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি। তাই সজলের তৃণমূলে যোগদান এর ফলে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিবৃদ্ধি হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর