ভেষজ আবিরেও ভেজাল। বাজারে দেদার বিকোচ্ছে নকল ভেষজ আবির - Bangla Hunt

ভেষজ আবিরেও ভেজাল। বাজারে দেদার বিকোচ্ছে নকল ভেষজ আবির

By Bangla Hunt Desk - March 09, 2020

আজ দোল উৎসব। দোলা ও হোলি উৎসবে রঙ বা কেমিক্যাল থেকে বাঁচতে এখন ভেষজ আবিরেই ভরসা রাখেন অনেকে। কিন্তু বাজার চলতি এই ভেষজ আবির কতটা নিরাপদ? কি বলছেন বিশেষজ্ঞরা আসুন জেনে নিই।

দোল মানে অশোক পলাশে নিজেকে রাঙিয়ে দেওয়ার দিন। সবার রঙে রঙ মিলানো দিন। কিন্তু এই রঙেই লুকিয়ে থাকে নানা বিপদ। বাজার চলতি বেশির ভাগ রঙেই থাকে নানান ধরনের কেমিক্যাল। যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই বিপদ মুক্ত হতে লোকে কেনে নানান ধরনের ভেষজ আবির।
ইন্ডিয়ান সোসাইটি অফ লেড আওয়ারেনেস রিসার্চের বিজ্ঞানীরা সম্প্রতি এমনই কলকাতার বাজার থেকে বিক্রি হওয়া ভেষজ আবিরের নমুনা পরীক্ষা করে তাজ্জব বনে গেছেন। পরীক্ষায় দেখা যাচ্ছে যেখানে আবিরে সিসা বা লেদের মাত্রা শূন্য থাকা উচিও, সেখানে প্রতি কেজি আবিরে সীসার মাত্রা ৪২ পর্যন্ত পাওয়া গেছে। এই সিসা শরীরে গেলেই সর্বনাশ।

বিশেষজ্ঞরা বলছেন এই সীসা আমাদের শরীরে গেলে নানা ধরনের সমস্যা হবে। যেমন কনস্টিপেশন হবে, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমবে, কিডনি খারাপ হবে, শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে, এমনকি আইকিউ লেভেল পর্যন্ত খারাপ হতে পারে। এছাড়া ও নিউরোলজিক্যাল নানান ধরনের সমস্যা হতে পারে।

১০০ শতাংশ ভেষজ আবির বলে বাজারে যা বিক্রি হচ্ছে তা আসলে পুরোটাই নকল। বাজার ছেয়ে গেছে নকল ভেষজ আবিরে। দেদার বিকোচ্ছে নকল ভেষজ আবির। বাজার থেকে এই সমস্ত রঙ শরীরে পড়া মাত্রই বিপদ ডেকে আনা। তাই বিপদের আগেই সতর্ক হোন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর