মালদায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাই - Bangla Hunt

মালদায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাই

By Bangla Hunt Desk - May 29, 2022

মালদা-ফের মালদায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে মারধর করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার খালতিপুর তালতলা এলাকায়। আহত যুবক রুবেল শেখ বয়স(২৪)বছর। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

মালদায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাই

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে সে বেরিয়ে যায়। আজ সকালে পরিবারের কাছে খবর যায় ওই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হচ্ছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। আহত যুবকের মা জানান,যে তার ছেলেকে স্থানীয় কয়েকজন যুবক গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত ধরে ছেলে বাড়িতে ফিরে না। আজ সকালে আমরা খবর পাই বাড়ি থেকে কিছুটা দূরে তাকে চোর সন্দেহে বেধড়ক মারধর করেছে স্থানীয়রা। সেখান থেকে ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। শুধু চোর সন্দেহে মারধর করা হচ্ছে না এর পেছনে অন্য কারণ কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর