টানা ১৫ ঘন্টা জেরার পর গ্রেফতার ইয়েস ব্যাংকের এর কর্ণধার। - Bangla Hunt

টানা ১৫ ঘন্টা জেরার পর গ্রেফতার ইয়েস ব্যাংকের এর কর্ণধার।

By Bangla Hunt Desk - March 08, 2020

টানা ১৫ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ইয়েস ব্যাংকের কর্ণধার। শনিবার দিনভর থেকে দফায় দফায় জেরার পর অবশেষে রাতে তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর।

২০১৫ সাল থেকেই ইয়েস ব্যাংকের খারাপ অবস্থা চলছে। বেশকিছু কর্পোরেট সংস্থাকে ঋন দেওয়ায় সেই ঋণের অর্থ অনাদায়ে ফলেই ইয়েস ব্যাংকের খারাপ অবস্থা বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কাপুর DHFL-কে প্রচুর টাকা ঋণ দেয় আর সেই অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে টাকা পাচারের মামলা দায়ের করা হয়েছে। DHFL-এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭৯টি ভুয়ো সংস্থা এবং এক লক্ষ গ্রাহকের মাধ্যমে ১৩ হাজার কোটি টাকা পাচারের এবং তার সঙ্গে জড়িত এজেন্সির সূত্র ধরেই শুক্রবার ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কাপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। শনিবার দিনভর থেকে দফায় দফায় চলে জেরা,অবশেষে রাতে গ্রেপ্তার করা হয় তাকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর