বেহালা পূর্বে পৌর নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো রত্না চট্টোপাধ্যায়কে, ঘোষণা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের! - Bangla Hunt

বেহালা পূর্বে পৌর নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো রত্না চট্টোপাধ্যায়কে, ঘোষণা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের!

By Bangla Hunt Desk - March 07, 2020

গত ভাইফোঁটার শোভন চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জি বাড়িতে ভাইফোঁটা নিতে আসেন এ নিয়ে জল্পনা শুরু হয় শোভন চট্টোপাধ্যায় কি ফের তৃণমূলে ফিরে আসতে চলেছে। আজ সেই আলোচনার অবসান ঘটলো। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় কবে তৃণমূলে যোগদান করবেন। আজ দুপুরে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, বেহালা পূর্বে পৌর নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো রত্না চট্টোপাধ্যায় কে। রত্না চট্টোপাধ্যায় কো-অর্ডিনেট হিসেবে কাজ করবেন। কো-অর্ডিনেট হিসেবে তার কাজ হবে কলকাতা পৌরসভার নির্বাচনে যারা তৃণমূলের প্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করা।

এদিন পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে পরোক্ষ ভাবে শোভন চট্টোপাধ্যায় কে উদ্দেশ্য করে বলেন, “এই কেন্দ্র থেকে একজনকে জিতিয়ে নিয়েছিলাম কিন্তু সে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। কেউ যদি নিষ্ক্রিয় হয়ে যায় তার কেন্দ্র তো নিষ্ক্রিয় থাকতে পারেনা”।রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল রত্না চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে শোভন চট্টোপাধ্যায়কে একটি স্পষ্ট বার্তা দিলেন। তৃণমূলের শোভনের জন্য আর কোন জায়গা নেই।

বেহালা পূর্ব কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে শোভন চট্টোপাধ্যায় বিধায়ক ও কলকাতা পৌরসভার মেয়র হন।আজ সেই কেন্দ্রতে রত্না চট্টোপাধ্যায় কে দায়িত্ব দিয়ে তৃণমূল শোভন চট্টোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

এদিকে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেও বিজেপিতে তার অবস্থান নিয়ে এখনো স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না।দায়িত্ব পেয়ে রত্না চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কে ধন্যবাদ জানান।তিনি আরো বলেন, পার্থদার গাইডেন্সে কাজ করব এবং বেহালা পূর্ব কেন্দ্রকে আরও এগিয়ে নিয়ে যাব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর