পিঠে লক্ষাধিক টাকার ঋণের বোঝা কাঁধে নিয়েই এভারেস্ট(Everest) জয়ের স্বপ্ন দেখেছিল চন্দননগরের পিয়ালি(Piyali Basak of Chandannagar)। কিন্তু, সেই স্বপ্নকেই বাস্তবের রূপ দিয়েছে বাংলার এই ধন্যি মেয়ে।এভারেস্টের চূড়া ছুঁলেও চিন্তার শেষ নেই চন্দননগরের পিয়ালি বসাকের। মাথায় লক্ষ-লক্ষ টাকা দেনা রয়ে গিয়েছে। এজেন্ট, শেরপাদের টাকা মেটানো হয়নি। বাকি পড়ে আনুষাঙ্গিক বহু খরচও। সামিট শেষ করে এখনও বাড়ি ফেরা হয়নি চন্দননগরের এই কীর্তিময়ীর। তবে পিয়ালির বাড়ি ফেরার আগেই তাঁর জন্য টাকার জোগাড়ে নেমে পড়েছে চন্দননগরের ফটকগোড়া পূজো কমিটি।
আরো পড়ুন- বিজেপিকে দুর্বল করতে অভিষেকের আগ্রহেই অর্জুন তৃণমুলে
বাংলার গর্ব চন্দননগরের পিয়ালী বসাক। রবিবার এভারেস্ট সামিট করার একদিন পর লোৎসে সামিটে পিয়ালি। এখনও অবধি কোনও ভারতীয় মহিলা এই সামিট করতে পারেননি। সেটা পিয়ালিই করে দেখিয়েছেন। শুধু তাই নয়, ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে তিনিই একমাত্র বাঙালি মহিলা যিনি চার-চারটি ৮ হাজারি শৃঙ্গ জয় করেছেন। তবে এই মুহূর্তে দারুণ অর্থ সংকটে রয়েছেন পিয়ালি বসাক।
পিয়ালির পরিবার সূত্রে জানা গিয়েছে, এভারেস্ট সামিট করতে তাঁর প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বেশিরভাগ টাকাটাই ধার করতে হয়েছে তাঁকে। এভারেস্টের চূড়া ছুঁয়ে কীর্তি গড়লেও এই মুহূর্তে পিয়ালির মাথায় রয়েছে লক্ষ-লক্ষ টাকার দেনা। সেই দেনা মেটাতে ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা তাঁর পাশে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন তাঁরই এলাকার ফটকগোড়া জগদ্ধাত্রী পূজো কমিটি। পুজো কমিটির প্রবীণ সদস্যরা ব্যাগ হাতে রাস্তায় নেমেছেন পিয়ালির জন্য। চন্দননগরের গর্ব পিয়ালির জন্য টাকা তুলছেন তাঁরা।
এভারেস্ট সামিট করতে তাঁর প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বেশিরভাগ টাকাটাই ধার করতে হয়েছে তাঁকে। এছাড়াও আনুষাঙ্গিক খরচ ধরলে বাকি আরও কয়েক লক্ষ টাকা। বেশ কিছু টাকা উঠলেও এখনও অনেক টাকাই ওঠেনি। এই মুহূর্তে পিয়ালির ১২ লক্ষ টাকার প্রয়োজন। ওই টাকা না দিলে এভারেস্ট জয়ের শংসাপত্র পাওয়াটাও সমস্যার হতে পারে।
ঘরের মেয়ের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে চন্দননগরের বেশ কিছু সংগঠন। চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজো কমিটিগুলির অন্যতম ফটকগোড়া সর্বজনীন। তাঁরাও পিয়ালির পাশে দাঁড়িয়েছে। পূজো কমিটির সদস্য সুবীর হাজরা বলেন, ”পিয়ালির জন্য কিচু টাকাও যদি আমরা তুলে দিতে পারি, তাহলেও তাঁর উপকার হবে। সেই কতা ভেবেই আমাদের এই প্রয়াস।”
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!