কন্যাশ্রী-সবুজ সাথী প্রকল্পে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ছাত্রীর - Bangla Hunt

কন্যাশ্রী-সবুজ সাথী প্রকল্পে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ছাত্রীর

By Bangla Hunt Desk - May 26, 2022

কন্যাশ্রী-সবুজ সাথী প্রকল্পে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ছাত্রীর। মালদা থেকে আনা আমসত্ত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল দ্বিতীয় শ্রেণির ছাত্রী সায়ন্তিকা দাস। সায়ন্তিকা মালদার একটি স্কুলের। সাইকেল চালিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় সায়ন্তিকা।

আরো পড়ুন- আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ১৮ পড়ুয়া-সহ ২১ জন

মালদা (Maldha) থেকে কলকাতার দূরত্বটা কম নয়, প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের পথ । কিন্তু এই পথই এবার সাইকেল চালিয়ে অতিক্রম করতে চলেছে মালদার আট বছর বয়সি সায়ন্তিকা দাস। মালদা (Maldah) থেকে সাইকেল চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করতে এসেছে ছোট্ট সায়ন্তিকা দাস (Sayantika Das)। দ্বিতীয় শ্রেণির ছাত্রী সায়ন্তিকা (Sayantika Das) ‘দিদি’কে ধন্যবাদ জানাতে এসেছে। কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Project) কারণেই তার এক দিদির পড়াশোনা ও রূপশ্রী প্রকল্পের জন্য আর এক দিদির বিয়ে হয়েছে এই কারণেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সে। সায়ন্তিকা বলে, রাজ্য সরকারের অন্যান্য পরিষেবা পাওয়ার জন্য তাদের সংসারে স্বাচ্ছন্দ এসেছে।

আজ, বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী নবান্নে (Nabanna) যাওয়ার আগে সায়ন্তিকা তার বাবার সঙ্গে কালীঘাটের বাড়িতে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকাকে বাড়িতে এনে আদরে ভরিয়ে দেন। বাড়ির কথা জানতে চান। বিশ্ববাংলা স্কুল ব্যাগ, মিষ্টি, চকলেট উপহার দেন। সায়ন্তিকা ‘দিদি’র জন্য আমসত্ত্ব নিয়ে এসেছে। সে আইএস হতে চায় ভবিষ্যতে। মুখ্যমন্ত্রী তাঁর বাবাকে বলেছেন কোনও রকম অসুবিধে হলে তাঁকে সরাসরি জানাতে। সায়ন্তিকার পড়াশোনার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। ওর যাতে কোনও অসুবিধা না হয় তাও খেয়াল রাখতে বলেছেন সকলকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর