এসএসসি দুর্নীতির মাঝে এবার শাসকদলের তিন নেতা, মন্ত্রীর সম্পত্তির দিকে নজর ঘোরাল সিবিআই (CBI)। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর ও অনুব্রত মণ্ডলের সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দপ্তরে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তিন নেতার কার নামে কত সম্পত্তি আছে, তার বিস্তারিত তথ্য দিতে হবে সিবিআইকে। এই মর্মে আয়কর দপ্তের চিঠি পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত, তদন্তাকারীরা জানতে চান, গত ৫ বছরে এই নেতা-মন্ত্রীদের সম্পত্তি কতটা পরিমাণে বেড়েছে। একই সঙ্গে সিবিআই জানতে চায়,আয়ের উৎস হিসাবে সেখানে কী দেখানো হয়েছে। আয়কর দফতর থেকে তথ্য এলে, মন্ত্রীদের থেকেও তথ্য চাওয়া হবে বলে সূত্রের দাবি। দুই তরফের নথিই মিলিয়ে দেখা হবে।
আরো পড়ুন- সুন্দরবনের নদীতে ধরা পড়ল প্রায় ৭ ফুটের তেলেভোলা, বিক্রি হল সাড়ে ৩৬ লক্ষ টাকায়
এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় এমনিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং পরেশ অধিকারী (Paresh Adhikari)। এর মধ্য়ে পরেশ অধিকারীর নিজের মেয়ের নিয়োগই প্রশ্নের মুখে। সেই নিয়োগ বাতিল করেছে হাই কোর্ট। কোচবিহারের স্কুল থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা। তাঁকে বেতনের টাকাও ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) শিক্ষামন্ত্রী থাকাকালীন এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। বেআইনি পথে সেসময় শিক্ষক নিয়োগ হয়েছিল, এই অভিযোগে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করতে হাই কোর্টের নির্দেশে সিবিআই দপ্তরে জেরার মুখে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, কলকাতা হাই কোর্টও একাধিক প্রশ্ন তোলে তাঁর ভূমিকা নিয়ে। যার মধ্য়ে অন্যতম ছিল মন্ত্রীর সম্পত্তি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রশ্ন। নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর সারমেয়দের ফ্ল্য়াট নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গরু পাচার মামলায় সিবিআই তলব করেছিল। অসুস্থ থাকলেও তিনি নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। তারপরই অবশ্য তিনি এসএসকেএমে শারীরিক পরীক্ষা করানোর পর বোলপুর ফিরে যান। আজ, মঙ্গলবার তাঁকে ফের তলব করা হলেও এই মুহূর্তে কলকাতায় এসে জেরায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন। এও জানান, প্রশ্নপত্র তৈরি থাকলে তিনি বোলপুর থেকে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।
এই তিন নেতার আয় ও সম্পত্তির হিসেব নিতে উদ্যোগী হল সিবিআই। আয়কর দপ্তরে চিঠি লিখে জানতে চাইল, তিন নেতার কোথায় কত সম্পত্তি, কার নামেই বা এসব রয়েছে, তার বিস্তারিত তথ্য দিতে হবে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!