USA: একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের ১১ জন নার্স-চিকিৎসক - Bangla Hunt

USA: একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের ১১ জন নার্স-চিকিৎসক

By Bangla Hunt Desk - May 14, 2022

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের ১১ জন নার্স-চিকিৎসক! শুনতে অবাক লাগলেও, এটাই হয়েছে আমেরিকার লিবার্টি হাসপাতালে। তবে এটা প্রথম নয়, এই নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল আমেরিকা।

আরো পড়ুন- Tripura: মত্ত অবস্থায় উপ-মুখ্যমন্ত্রীর ছেলের ‘দাদাগিরি’! ত্রিপুরায় প্রতিবাদে সরব তৃনমুল

জানা গিয়েছে, সেখানে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন, একই বিভাগে কর্মরত ১১ জন। যাঁদের মধ্য়ে ১০ জন নার্স এবং একজন চিকিৎসক রয়েছেন। হবু মায়েরা প্রত্যেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্য়ে সন্তান প্রসব করবেন। হাসপাতাল সূত্রে খবর, অন্তঃসত্ত্বা হওয়া মহিলারা প্রত্যেকে একই বিভাগে কাজ করেন। তাঁরা জানান, “খবরটা জানার পর ভালই লাগছে। প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখছি।”

এই খবর জানাজানি হতেই, অনেকে মজা করছেন। কেউ কেউ বলছেন হাসপাতালের জলে নিশ্চয়ই কোনও ব্যাপার রয়েছে! যদিও অন্তঃসত্ত্বা মহিলারা প্রত্যেকে নিজের নিজের জলের বোতল নিয়ে কাজে যান।

তবে আমেরিকায় এমন ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৯ সালে মেইন মেডিক্যাল সেন্টারের লেবার অ্যান্ড ডেলিভারি ইউনিটের ৯ জন নার্সও একই সঙ্গে গর্ভবতী হয়েছিলেন। তাঁদের তারিখ ছিল এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। এর আগে ২০১৮ সালে, অ্যান্ডারসন হাসপাতালের প্রসূতি বিভাগে কর্মরত ৮ জন নার্সও এক সঙ্গে গর্ভবতী হয়েছিলেন। ফলে একই বিভাগের নার্সদের একসঙ্গে গর্ভবতী হওয়া নিয়ে বিষয়টি যেমন জল্পনা রয়েছে, তেমন হতবাকও হয়েছেন সকলে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর