আবার মাদ্রাজ হাইকোর্টের তলব ধনুষকে। ছয় বছর আগের মামলায় ফের জড়়ালেন দক্ষিণী তারকা। যে মামলায় দুই বৃদ্ধ বৃদ্ধা দাবি জানিয়েছিলেন, তাঁরা-ই ধনুষের জন্ম দিয়েছেন। বয়স্ক দম্পতির দাবি, ধনুষ তাঁদের তৃতীয় সন্তান। তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন তাঁরা। সেই মামলা নিয়ে আবার জলঘোলা শুরু হল। ২০১৬ সালে শিরোনাম দখল করেছিল এই ঘটনা।
আরো পড়ুন- বেসরকারি হাসপাতালের কর্মচারীদের হাতে আক্রান্ত সাংবাদিক! ভিডিও ভাইরাল
কী দাবি ছিল দম্পতির?
কাথিরেসান এবং মীনাক্ষীর (বৃদ্ধ বৃদ্ধার নাম) দাবি অনুযায়ী, ধনুষকে তাঁরা জন্ম দিয়েছেন। কিন্তু একাদশ শ্রেণীতে পড়াশোনা করার সময়ে ধনুষ নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন চেন্নাইতে। অভিনেতা হওয়ার শখ ছিল তাঁর। তার পর থেকে আর বাড়ি ফেরেননি। কারও সঙ্গে যোগাযোগ করেননি বলেও অভিযোগ বৃদ্ধ দম্পতির। তাঁদের দাবি, তাঁদের ‘সন্তান’ মাসে ৬৫ হাজার টাকা করে পাঠালে তাঁদের সুবিধা। কারণ আর্থিক অনটনে ভুগছেন তাঁরা।
দম্পতি নাকি বহু দিন ধরে তাঁদের তৃতীয় সন্তানের খোঁজ করেছিলেন। কিন্তু সফল হননি। এক সময়ে পর্দায় ধনুষকে দেখে তাঁরা চিনতে পারেন বলে দাবি। চেন্নাইতে গিয়ে ধনুষের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অভিনেতা নাকি দেখা করেননি।
২০১৭ সালের এপ্রিল মাসে ধনুষ সেই মামলা জিতে যান। আদালত দম্পতির আবেদন খারিজ করে দেয়। ধনুষ মেডিক্যাল পরীক্ষাও করিয়েছিলেন। কিন্তু তার ফলাফলে নির্দিষ্ট কিছু ছিল না। তামিল পরিচালক কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মীকেই নিজের বাবা-মা হিসেবে পরিচয় দিয়েছেন ধনুষ। কস্তুরী রাজা-বিজয়লক্ষ্মী এই দাবি প্রমাণের জন্য ধনুষের বার্থ সার্টিফিকেট জমা দিয়েছিলেন। আবেদনকারী বৃদ্ধ দম্পতি অবশ্য সে সব মিথ্যা বলে দাবি করেছিলেন। ২০২০ সাল পর্যন্ত এই লড়াই চলেছিল।
এ বার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেই দম্পতি।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!