Rampurhat Case: রামপুরহাট-কাণ্ডে মুম্বাই থেকে ৪ জনকে গ্রেফতার করল সিবিআই - Bangla Hunt

Rampurhat Case: রামপুরহাট-কাণ্ডে মুম্বাই থেকে ৪ জনকে গ্রেফতার করল সিবিআই

By Bangla Hunt Desk - April 07, 2022

বাংলাহান্ট ডেস্কঃ রমপুরহাট-কাণ্ডে (Rampurhat Case) গ্রেফতার চার। বৃহস্পতিবার মুম্বই থেকে চার জনকে গ্রেফতার করল সিবিআই। প্রত্যক্ষদর্শীদের জেরা করে এই চারজনের নাম পেয়েছেন গোয়েন্দারা। তাদের নাম এফএইআরেও রাখা হয়েছিল।

আরো পড়ুন- Solar Eclipse 2022: ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে? দেখে নিন

সুত্রের খবর এই চার অভিযুক্তের মধ্যে দুই জন হলেন বাপ্পা শেখ, ও সাবু শেখ। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ট্রানজিট রিমান্ডে তাঁদের বাংলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় CBI -এর ছ’ জনের বিশেষ টিম। সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। সিবিআই সূত্রের খবর, সে দিন মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গেই গ্রামে ঘুরে ঘুরে তাণ্ডব চালিয়েছিলেন ধৃত বাপ্পা, সাবুরা। ঘটনার পরই অভিযুক্তরা গ্রাম ছেড়ে চম্পট দেন। সিবিআই গোপন সূত্রে খবর পায়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পালিয়ে মুম্বই পৌঁছেছেন এবং সেখানেই গা ঢাকা দিয়ে আছেন। সেই খবর মতোই বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। পাশাপাশি চলতে থাকে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাকও। দুপুর নাগাদ চার জনকেই গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 

বগটুই কাণ্ডে দায়ের হওয়ার এফআইআরে ১৩ নম্বরে রয়েছে বাপ্পা শেখের নাম, ১৫ নম্বরে রয়েছে সাবু শেখের নাম। তাঁদের সঙ্গেই রয়েছেন আরও দুই গ্রামবাসী, যাঁরা ওই দিন তাণ্ডবের ঘটনায় যুক্ত ছিলেন বলে মনে করছে সিবিআই। তবে তাঁদের নাম এখনই জানাতে চাননি তদন্তকারীরা। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর