প্রকৃতি হল এক রহস্যের ভান্ডার। প্রকৃতি তার এই ভান্ডারে কত কি যে লুকিয়ে রেখেছে তার বেশিরভাগই এখনও মানুষের অজানা। প্রতিদিনই কিছু না কিছু বিস্ময়কর তথ্য আমাদের সামনে আসছে, আর তা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যায় যে এরম কিছু জিনিসও পৃথিবীতে আছে ভেবে। এবারও সেরকমই হল। আরও একবার দেখা গেল মানুষের মতো ঠোঁট-দাঁত যুক্ত বিরল মাছ।
আরো পড়ুন- Philippines BrahMos: ভারত থেকে ব্রহ্মস মিসাইল কেনার অনুমোদন দিল ফিলিপাইনস
এর আগেও মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল। কিন্তু সেবার জলের একটু নিচে দেখা গিয়েছিল সেটিকে। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না। ফলে ওই ছবি নিয়ে ধোয়াঁশা ছিল। তবে এবার ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ এর মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন।
জানা গিয়েছে, এই ধরনের মাছ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে দেখা যায়। এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। মাছটির শরীরে দুটি রং স্পষ্ট। আর এই দুটো রঙকে আলাদা করেছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।
দেখুন ভিডিও-