পুরানো সংবাদপত্র দিয়ে খেজুরির যুবক তৈরি করলেন এক অভিনব সংগ্রহশালা - Bangla Hunt

পুরানো সংবাদপত্র দিয়ে খেজুরির যুবক তৈরি করলেন এক অভিনব সংগ্রহশালা

By Bangla Hunt Desk - February 13, 2021

বাংলা হান্ট ডেস্ক;  সংবাদপত্র সমাজ জীবনের দলিল। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সংবাদপত্র পড়ার রেয়াজ ক্রমশ কমছে। অথচ সংবাদপত্র পড়ার রেওয়াজ একসময় আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। আজ ইন্টারনেটের যুগে আমরা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সংবাদ যতটা সহজে পড়তে পারি, আগে কিন্তু ততটা সহজ ছিল না। দেশ ও বিদেশের সংবাদ পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে বসে থাকতে হত। সাতসকালে সংবাদপত্র পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সংবাদ কর্মীকে করতে কঠোর পরিশ্রম। আর সেই সংবাদ পড়া হয়ে গেলে সেই সংবাদপত্রের ঠিকানা হত বাড়ির কোন গুরুত্বহীন স্থানে। কিন্তু ফেলে দেওয়ার সংবাদ পত্রের রাশি রাশি তথ্যই ইতিহাস বদলে দেয়। সেই কারণেই পূর্ব মেদিনীপুরে খেজুরির বাসিন্দা ‘মধুসূদন জানা’ পুরোনো খবরের কাগজের নানা কাটিং সংগ্রহ করে তৈরি করেছেন এক সংগ্রহশালা। যার পোশাকি নাম “অমূল্য সম্পদে ভরা খবরের কাগজ”।

এ বিষয়ে যুবকটি বলেন, একজন সাংবাদিক বহু পরিশ্রম করে খবরের সত‍্যতা যাচাই করে খবর সংগ্রহ করে। সেটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রিন্ট করে পৌঁছে যায় পাঠক পাঠিকাদের হাতে। সকালে সযত্নে গ্রহন করার পর পরেরদিন সকালে পৌঁছে যায় ডাস্টবিনে। এমন কি খবর কাগজ বিছিয়ে বসা,কাঁচ পরিষ্কার,বোতল পরিষ্কার,ঢোঙা,খাওয়ার টেবিলে বিছানো,দেওয়ালে মাড়ানো। বিভিন্ন কাজে ব‍্যবহার করা হয়। বলা যায়, শিক্ষা সংস্কৃতির মেরুদন্ড হল এই খবরের কাগজ। সেই মূল‍্যহীন কাগজের মধ্যে যে অমূল্য সম্পদ ভরা রয়েছে সেই তথ‍্য গুলি তুলে ধরতে চেয়েছি জনসমক্ষে। খবর কাগজের মধ্যে যে সব তথ‍্য থাকে তা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় সংরক্ষণের মাধ্যমে। এই সংরক্ষণ নিয়ে একটি প্রোজেক্ট তৈরি করেছি দীর্ঘ ৭ বছর ধরে। প্রোজেক্টির নাম “অমূল‍্য সম্পদে ভরা খবরের কাগজ”।

তিনি আরো জানান, “আমার প্রোজেক্টির মূল উদ্দেশ্য, সংবাদের মূল‍্য, সাংবাদিকের মূল‍্য এবং সর্বোপরি খবর কাগজের মূল‍্য সমাজের কাছে বোঝানোর করেছি, যে পত্র পত্রিকার ভিতরে কী অসীম ক্ষমতা সম্পন্ন তথ‍্যচিএ লুকানো থাকে। আমার প্রোজেক্টে বহু পুরোনো প্রায় ৭০_৮০ বছরের খবর কাগজের তথ‍্যচিত্র সংগ্রহ করা হয়েছে। ৫২ রকমের পত্র পত্রিকার সংবাদ সংগ্রহ করেছি। শুধু তাই নয় ১০ টি ভাষায় পত্র পত্রিকার উপর কাজ করেছি। যে সমস্ত তথ‍্যচিত্র সংগ্রহ করা হয়েছে তার মধ‍্যে কয়েকটি হল
১. জওহরলাল নেহেরুর প্রথম পতকা উত্তলোনের তথ‍্যচিত্র।
২. মহাত্মা গান্ধীর শেষ অনশন ও অসহযোগ আন্দোলনের বৈঠকের তথ‍্যচিত্র ।
৩. ১৮৭৪ সালে কলকাতা দৃশ‍্যের তথ‍্যচিত্র।
৪. কলকাতাতে যেদিন প্রথম ট্রাম চলে তার তথ‍্যচিত্র।
৫. ১৯৫০ সালে প্রথম প্রজাতন্ত্র দিবেসর তথ‍্যচিত্র।
৬. ক্ষুদিরামের ফাঁসির স্থলের তথ‍্যচিত্র।
৭. ১৯১২ সালে টাইটানিক দৃশ‍্যের তথ‍্যচিত্র।
৮. মাদার টেরিজা যেদিন মারা যায় তার তথ‍্যচিত্র।
৯. প্রথম কার্গিল যুদ্ধ ও প্রথম বিধবা বিবাহের তথ‍্যচিএ।
১০. ১৯৯৬ সালে বিশ্বকাপ,পুলওয়ামা অ‍্যাটাক,নোট বাতিল,ভুজের ভূমিকম্প,বুলবুল, আমফান ইত‍্যাদি।এই রকমের ৯০০টি প্রমাণ পত্র সংরক্ষণ করছি। B4 সাইজের কাগজের উপর খবর কাগজ মাড়িয়ে ল‍্যামিনেশান করেছি।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

2 Replies to “পুরানো সংবাদপত্র দিয়ে খেজুরির যুবক তৈরি করলেন এক অভিনব সংগ্রহশালা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর