গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল এই দেশ! এশিয়াতে প্রথম - Bangla Hunt

গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল এই দেশ! এশিয়াতে প্রথম

By Bangla Hunt Desk - June 09, 2022

গাঁজা চাষকে বৈধ ঘোষণা করলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। এখন থেকে দেশটিতে গাঁজা উৎপাদন এবং বিক্রির উপরে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এছারা গাঁজাকে নিষিদ্ধ মাদকের তালিকা থেকেও সরিয়ে নিয়েছে থাই সরকার। এ অঞ্চলে থাইল্যান্ডই প্রথম দেশ যে এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

আরো পড়ুন- পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুরদের গ্রেপ্তারির দাবি মমতার

মূলত মাদক দ্রব্য হিসাবে পরিচিত হলেও বর্তমানে চিকিৎসাক্ষেত্রেও বাড়ছে গাঁজা গাছ থেকে প্রাপ্ত একাধিক উপাদানের ব্যবহার। সেই কথা মাথায় রেখেই এ বার গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল থাইল্যান্ড। ইউরোপ ও আমেরিকার কিছু দেশে গাঁজা চাষ বৈধ হলেও এশিয়াতে এমন সিদ্ধান্ত এই প্রথম।

এর আগে ২০১৮ সালে চিকিৎসার জন্য গাঁজা মজুত রাখাকে আইনত স্বীকৃতি দেয় থাইল্যান্ড। কিন্তু গাঁজা চাষ বৈধ না হওয়ায়, অবৈধ উপায়ে গাঁজা আমদানি বাড়ছিল দেশ জুড়ে। সেই সমস্যা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ কিছুটা হলেও সহায়তা করবে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। এমনকি বৈধ ভাবে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ১০ লক্ষ গাঁজা গাছের চারা বিলি করা হবে বলে জানানো হয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের তরফে। নাগরিকরা যাতে গাঁজা চাষে আগ্রহী হয় সে জন্য প্রচারণাও চলছে। এ নিয়ে থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী আনুতিন চর্নভিরাকুল বলেন, গাঁজা থেকে আয় করার জন্য দেশ ও দেশের জনগণের জন্য এটিই সুযোগ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর