বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে বাংলায় থাকছে না তৃণমূল ৷ বুধবার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই ৷ মুখ্যমন্ত্রীর মান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মতো নেতৃত্ব ৷
এই আবহে বৃহস্পতিবার রাহুল গান্ধির নেতৃত্বে বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা”। ১৪ বছর পর উত্তরবঙ্গে পা রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের।
এদিকে রাহুল গান্ধীকে স্বাগত জানাতে তৈরি রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি-সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে অবশ্য নেতৃত্বদের মধ্যে অধীররঞ্জন চৌধুরি ছাড়াও রাজ্য কংগ্রেসের অবজার্ভার আহমেদ মির-সহ একগুচ্ছ নেতা উপস্থিত থাকবেন। আলিপুরদুয়ারে কংগ্রেসের এই কর্মসূচিতে সিপিএম অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আরো পড়ুন- ED Raid: সাত সকালে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ইডি
এছাড়াও খাবারের তালিকায় রয়েছে লুচি, সাদা রুটি, ছোলার ডাল, সাদা ভাত, ভেজ ডাল, চিকেন কষা, আলু ভাজা, স্যালাড, গন্ধরাজ লেবু। তার সঙ্গে ব্রকোলির বিশেষ একটি সুপ সেখানে তৈরি রাখা হয়েছে। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরি বলেন, ন্যায় যাত্রায় রাহুল গান্ধী আজ কোচবিহারে আসছেন। তাঁর এই কর্মসূচি নিয়ে বাংলার মানুষ খুবই উৎসাহিত।
প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার বলেন আমরা রাহুল গান্ধিকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায় তোরণ, হাতগেট, হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগিয়েছি ৷ 28 জানুয়ারি রাজবংশীদের একটি অনুষ্ঠান আছে ৷ সেখানে 101টি ঢাকি থাকবে ৷ ব্যান্ড থাকবে ৷ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধিকে স্বাগত জানানো হবে ৷”
এরই সঙ্গে শঙ্কর মালাকার আরও জানালেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য পুলিশ প্রশাসন কংগ্রেসকে সাহায্য করছে ৷ তিনি বলেন, “রাহুল গান্ধির ব্যাপারে এখনও কেউ বিরোধিতা করেনি ৷ আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে ৷ বিজেপি বিরোধী শক্তি সিপিএম, তৃণমূল, আরএসপি সবাইকে আবেদন জানানো হবে ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য ৷ পুলিশ প্রশাসন খুব ভালো সহযোগিতা করছে। পৌরনিগমও সহযোগিতা করছে।”
গত 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এরপর নাগাল্যান্ড, অসম হয়ে কাল পশ্চিমবঙ্গে ঢুকবে এই যাত্রা ৷ 5 দিন ধরে 7টি জেলার মধ্যে দিয়ে যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!