শিশুদের স্বাস্থ্য নিয়ে কার্যত ছেলেখেলা! ৪১০ শিশুকে মেয়াদ পেরোনো টিকা! ক্যাগ রিপোর্ট - Bangla Hunt

শিশুদের স্বাস্থ্য নিয়ে কার্যত ছেলেখেলা! ৪১০ শিশুকে মেয়াদ পেরোনো টিকা! ক্যাগ রিপোর্ট

By Bangla Hunt Desk - March 18, 2022

নিউজ ডেক্সঃ শিশুদের স্বাস্থ্য নিয়ে কার্যত ছেলেখেলা! মেয়াদ ফুরিয়ে যাওয়া টিকা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের (Jharkhand) কয়েকশো শিশুকে। ক্যাগ (CAG) রিপোর্টের সূত্রে এই খবর সামনে এসেছে।

আরো পড়ুন- আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে রেকর্ড পতন! ভারতের কি প্রভাব পড়বে?

জানা গিয়েছে, ২০১৮ সালের শেষদিক থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত ৪১০ জন শিশুকে দেওয়া হয়েছে হেপাটাইটিস বি-এর মেয়াদোত্তীর্ণ টিকা। চাঞ্চল্যকর এই ঘটনা ঝাড়খণ্ডের (Jharkhand) জেলা হাসপাতালের। তবে কোনও বিরোধী দল এই গুরুতর অভিযোগ আনেনি। বরং বিষয়টি সামনে এসেছে ক্যাগের সাম্প্রতিক রিপোর্টের সূত্রে। সেই রিপোর্টে বলা হয়েছে, রামগড়ের জেলা হাসপাতালে ২০১৮ সালের অক্টোবর মাসে হেপাটাইটিস বি টিকার একটি স্লটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেই মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস বি টিকাই ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত লাগাতার শিশুদের দেওয়া হয়। রামগড় হাসপাতাল ছাড়াও জাল ইঞ্জেকশন দেওয়ার ঘটনা ঘটেছে দেওঘরে। রিপোর্টে বলা হয়েছে, দেওঘরে সরকারি হাসপাতালে কমপক্ষে ৪১৮৫ জনকে জাল ডেক্সোনার ইঞ্জেকশন দেওয়া হয়েছে। অথচ ১৭,৫০০ শিশি ডেক্সোনার ইঞ্জেকশন এসেছিল। কিন্তু রোগীদের জন্য সেগুলির একটিও ব্যবহার করা হয়নি। পরিবর্তে রোগীদের মেয়াদ শেষ হয়ে যাওয়া ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ভয়ঙ্কর এই কাণ্ড সামনে আসায় শুরু হয়েছে শোরগোল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর