হোলিতে রং মাখুন আনন্দে, রং খেলার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন - Bangla Hunt

হোলিতে রং মাখুন আনন্দে, রং খেলার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

By Bangla Hunt Desk - March 18, 2022

রাত পোহালেই হোলি। রঙে রঙে মেতে ওঠার দিন। যেদিকেই, তাকান এখন চারিদিকে হরেক রকম রং। লাল-গোলাপি-হলুদের মতো কমন রং তো আছেই, নানারকম অফবিট রঙেও ভরে উঠেছে চারিদিক। আর সকলেই তৈরি ক্যানভাস হয়ে উঠতে। তবে মাথায় রাখতে হবে, রং খেলার জন্য যেমন ঘর-দোর সাজাচ্ছেন, বসন্তোৎসবের উপযোগী পোশাক বেছে রাখছেন, তেমনই মনে রাখতে হবে ত্বক ও চুলের যত্নের বিষয়টি। আর সেটা শুরু করতে হবে আগের দিন থেকেই।

আরো পড়ুন- রং খেলে ত্বক আর চুলের একেবারে দফারফা? জেনে নিন টিপস

রং খেলার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন –

হোলি মানেই কিন্তু বেশ গরম আবহাওয়া। তাই দোল খেলার আগে থেকে শরীর হাইড্রেট রাখতে হবে ।

হোলি খেলার পর ত্বকের সমস্যা নিয়ে অনেকেই ডাক্তারের কাছে যান। তাই ত্বকের স্বাস্থ্যের কথা ভেবে আগে থেকেই অ্যান্টি অক্সিডেন্টের জোগান দেয়, এমন ফল খান। জুস খেতে পারেন।

হোলি খেলার আগে কী কী করবেন :

চুল বাঁচাতে খেলতে নামার আগে সম্পূর্ণ চুলে লাগাতে হবে তেল।

হোলির রং নখ বাঁচাতে গেলে লাগিয়ে নিন নেল পলিশ ।

হোলি খেলতে শুরু করার ১ ঘণ্টা আগে সারা মুখে ও হাতে লাগিয়ে নিন ময়শ্চরাইজার।

যদি খোলা জায়গায় রোদের মধ্যে হোলি খেলার ব্যাপার থাকে, তাহলে সানব্লক লাগাতে পারেন।

ত্বকের চরিত্র অনুসারে, সানস্ক্রিন বেছে নিন।

একবার সানস্ক্রিন লাগালেই হবে না, ঘণ্টাখানেক অন্তর রি অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন।

জল রং খেললে তো সানস্ক্রিনের লেয়ার উঠে যাবে। তাই একাধিকবার লাগাতে হবে সানস্ক্রিন।

খেয়াল রাখুন কাদের সঙ্গে খেলছেন রং। তারাও যেন ভাল মানের রং ব্যবহার করেন, সেটা খেয়াল রাখতে ভাল।

হার্বাল আবির ও রং ব্যবহার করুন।

চোখে রং ঢুকলে ঘষবেন না। জলের ঝাপটা দিন। কিছুক্ষণ বিরতি নিন।

প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন স্কিন অ্যালার্জি হলে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর