যে সার্জন নিজেই তাঁর সার্জারি করেছিলেন! - Bangla Hunt

যে সার্জন নিজেই তাঁর সার্জারি করেছিলেন!

By Bangla Hunt Desk - April 07, 2023

১৯৬১ সালের ২৯ শে এপ্রিল, Dr. Leonid Rogozov সাধারন দূর্বলতা, বমি বমি ভাব ও মাঝারি ধরণের জ্বর এবং এবডোমেনের ডান পাশের সামান্য নিচু অংশে ব্যাথা অনুভব করেন। কিন্তু দুঃখজনকভাবে তখন সম্ভাব্য সকল কনসারভেটিভ ট্রিটমেন্ট কোন ভালো ফল বয়ে আনতে পারেনি।

এদিকে ৩০শে এপ্রিল, ধীরে ধীরে তাঁর লোকালাইজড পেরিটোনাইটিসের সকল লক্ষণসমূহ স্পষ্টত প্রকাশ পেতে থাকে এবং সন্ধ্যা নাগাদ অবস্থার অবনতি ঘটতে থাকে।
তখন সবচেয়ে কম দূরত্বে থাকা “মিরনি” নামক সোভিয়েত রিসার্চ স্টেশনও Novolazarevskaya থেকে প্রায় ১,৬০০ কি.মি. দূরত্বে ছিলো। অন্যান্য দেশের এন্টার্কটিক রিসার্চ স্টেশনেও তখন একটি এয়ারক্রাফট ছিলনা। তাছাড়া তখন মারাত্মক তুষারঝড়ের কারণে যেকোন বিমানের অবতরণা বাধাগ্রস্থ করেছিলো।
ডাঃ রোগোজভ তখন নিজের উপর অপারেশন করা ছাড়া আর কোন উপায় দেখলেন না।

বিখ্যাত সেই অপারেশনটি হয়, ৩০শে এপ্রিল দুপুর ২ টার দিকে। তাঁর চালক ও একজন আবহাওয়াবিদের সহায়তায় শুরু হয়েছিল, যারা যন্ত্রাদি সরবরাহ করছিলেন এবং সরাসরি দৃশ্যমান নয় এমন অংশগুলো পর্যবেক্ষণ করার জন্য একটি আয়না ধরে রেখেছিলেন।

যখন Dr. Rogozov, semi-reclining পজিশনে ছিলেন তিনি তার বামপাশের দিকে অর্ধেক ঘুরে যান। আর এবডোমিনাল ওয়ালে লোকাল এনেস্থিসিয়া হিসেবে তখন ০.৫ % নোভোকেইন সলিউশন ব্যবহার করেন। Dr. Rogozov তখন প্রায় ১০-১২ সে.মি. এর একটা ইনসিশন করেন এবং আস্তে আস্তে এপেন্ডিক্সকে খুঁজে বের করেন।

অপারেশন শুরুর প্রায় ৩০-৪০ মিনিট পরে আবারো তাঁর সাধারণ দুর্বলতা এবং বমি বমি ভাব শুরু হতে থাকে যার ফলে কিছু সময়ের জন্য অল্প অল্প করে বারংবার বিশ্রামের প্রয়োজন পরেছিল।

তাঁর প্রতিবেদন অনুসারে এপেন্ডিক্সের গোড়ায় ২ x ২ সেমি ছিদ্র হয়েছিলো বলে জানা যায়। পরে এন্টিবায়োটিকগুলি পেরিটোনাল গহ্বরে সরাসরি প্রয়োগ করা হয়েছিল। প্রায় মধ্যরাতের মধ্যেই তাঁর অপারেশন শেষ হয়েছিল।

অপারেশনের অল্প সময় পর কিছু সময় ধরে দুর্বলতায় ভুগলেও, পেরিটোনাইটিসের লক্ষণগুলি ধীরে ধীরে ভালো হয়ে যায়। এদিকে Dr. Rogozov এর তাপমাত্রা পাঁচ দিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং অপারেশনটির সাত দিন পরে স্টিচগুলো সরানো হয়।
তিনি প্রায় দুই সপ্তাহের মধ্যে পুনরায় তাঁর নিয়মিত দায়িত্ব শুরু করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর