মিঠুন চক্রবর্তীকে ঘিরে 'চোর চোর' স্লোগান! অস্বস্তিতে মিঠুন - Bangla Hunt

মিঠুন চক্রবর্তীকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান! অস্বস্তিতে মিঠুন

By Bangla Hunt Desk - June 01, 2024

শনিবার সকালে বেলগাছিয়ার একটি বুথে ভোট দেওয়ার জন্য পৌঁছোন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন যেতেই বুথে তাঁকে ঘিরে ওঠে ‘চোর চোর’ স্লোগান। এই ঘটনায় বেশ বিব্রত দেখায় মিঠুন চক্রবর্তীকে। ভোট দিতে বুথে ঢুকে যান মিঠুন। পরে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, যে এবার আর রাজনীতির কথা বলবেন না তিনি। সিনেমার জগতেই ফিরে যেতে চান তিনি।


আরো পড়ুন- সারা বছর আমের ফলন! দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী

শনিবার সপ্তম তথা শেষ পর্বের নির্বাচনের শুরু থেকেই দিকে দিকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। জেলাগুলি থেকে তো বটেই, শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে গন্ডগোলের ছবি সামনে আসে। কাশীপুর, বেলেঘাটায় বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বেনজির বিক্ষোভ দেখায় তৃণমূল। মিঠুনকে দেখে ‘চোর চোর’ স্লোগান তোলেন। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ ওঠে। ভোট দিয়ে বেরনোর সময় সেই নিয়ে নিয়ে প্রশ্ন করলে, জানান, নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি জারি রয়েছে। তাঁর কথায় ভোটে প্রভাব পড়তে পারে, সন্ধে ৬টার পর যাবতীয় প্রশ্নের উত্তর দিতে তিনি তৈরি বলে মন্তব্য করেন মিঠুন। (Lok Sabha Elections 2024)।

https://x.com/ANI/status/1796732594597609737?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796732594597609737%7Ctwgr%5E58db6e17fbf1ee92903990cba5e0d4996999fe15%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-29657901071151022889.ampproject.net%2F2405160547000%2Fframe.html

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর