Ram Temple: ভূমিকম্পেও নড়বে না মন্দির! আগামী ১০০০ বছরেও মন্দির সংস্কারের প্রয়োজন হবেনা - Bangla Hunt

Ram Temple: ভূমিকম্পেও নড়বে না মন্দির! আগামী ১০০০ বছরেও মন্দির সংস্কারের প্রয়োজন হবেনা

By Bangla Hunt Desk - December 14, 2023

বাংলাহান্ট ডেস্কঃ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের দোরগোড়ায় গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধনীর অপেক্ষায় রাম মন্দির (Ram Temple)। আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। নাগারা স্টাইলে গোলাপি স্যান্ড দিয়ে তৈরি হয়েছে এই ঐতিহাসিক মন্দিরটি। খোদাই করা হয়েছে রাজস্থানের মির্জাপুর ও বাঁশি-পাহাড়পুর থেকে আনা মার্বেল পাথর। ১৭ হাজার গ্রানাইট পাথরও ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, “এ পর্যন্ত ২১ লক্ষ কিউবিক ফিট গ্রানাইট, স্যান্ডস্টোন এবং মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে।”

জানা গিয়েছে ১০০০ বছরেও এই মন্দিরের গায়ে কোন আঁচড় লাগবে না। কারন মন্দির নির্মাণে স্টিল এবং সাধারণ সিমেন্ট ব্যবহার করা হয়নি। চেন্নাই আইআইটির পরামর্শে মন্দিরের ভিত ১২ মিটার গভীর। ভিত ভরতে যে মাটি ব্যবহার করা হয়েছে, আঠাশ দিনের মধ্যেই তা পাথরে পরিণত হতে পারে। রাই জানান, যেভাবে মন্দিরটি নির্মাণ করা হয়েছে, তাতে অন্ততপক্ষে হাজার বছর মন্দির সংস্কারের প্রয়োজন হবে না। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫ হলেও, ভিত নড়বে না মন্দিরের।

ট্রাস্ট-এর তরফে চম্পত রায় দাবি করেন, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে মন্দিরের ভিত নির্মাণ করা হচ্ছে যাতে তা কমপক্ষে ১,৫০০ বছর টিকে থাকে এবং মন্দিরের কাঠামো যাতে অন্তত ১,০০০ বছর অটুট থাকে, সে ভাবেই নির্মাণ করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর