ভাটপাড়া উৎসবে মর্মান্তিক কান্ড! মঞ্চ থেকে পড়ে মৃত্যু নৃত্যশিল্পীর - Bangla Hunt

ভাটপাড়া উৎসবে মর্মান্তিক কান্ড! মঞ্চ থেকে পড়ে মৃত্যু নৃত্যশিল্পীর

By Bangla Hunt Desk - January 26, 2024

বাংলাহান্ট ডেস্কঃ ভাটপাড়া উৎসবে মর্মান্তিক কান্ড! নাচের অনুষ্ঠান সেরে মঞ্চ থেকে নামার সময় আচমকা মৃত্যু হল নৃত্যশিল্পীর। মৃত যুবকের নাম সজল বারুই(২২)। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে।

আরো পড়ুন- প্রজাতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বড় উপহার ম্যাক্রঁর

১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভাটপাড়া উৎসব । বৃহস্পতিবার রাতে সেখানেই পারফর্ম করতে এসেছিলেন ‘ছন্দকী’ নৃত‍্যকলা কেন্দ্রের শিল্পীরা । দলে প্রায় ১০ থেকে ১২ জন ছিলেন । তার মধ্যে বছর বাইশের সজলও এসেছিল নৃত্যানুষ্ঠানে পারফর্ম করতে । তাঁর বাড়ি কল‍্যাণীতে । অভিযোগ, নাচের অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামার মুহূর্তে হঠাৎই সজলের পায়ে খোলা তারের অংশ জড়িয়ে যায় । তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিল্পী । সেই দৃশ্য দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অন‍্যান‍্য শিল্পীরা । শুরু হয় হইচই । এরপরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই নৃত্যশিল্পীকে । ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় । বন্ধ করে দেওয়া হয় উৎসব । ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

এদিকে, ঘটনার পর উৎসব কমিটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে । এই বিষয়ে উৎসব কমিটির কর্মকর্তা তথা ভাটপাড়া পৌরসভার পৌর-পারিষদ অমিত গুপ্তা বলেন,”প্রথমে দুটি নাচের দলের অনুষ্ঠান শেষ হওয়ার পর তৃতীয় নাচের দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সজল বাড়ুই । নাচ শেষ করে তিনি মঞ্চ থেকে নামার সময় হঠাৎই পড়ে যান । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা অনেকেই বলছে । কিন্তু, সেটা হলে তো আরও অনেকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভবনা থাকত ! সেটা হয়নি । এটা সম্পূর্ণ তদন্তের বিষয় । তবে, এটুকু বলব এই ঘটনায় আমরা সকলেই মর্মাহত । নিহতের পরিবারের পাশে রয়েছি আমরা ।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর