বিশ্বের সবথেকে সুন্দর আর রঙীন গাছ - Bangla Hunt

বিশ্বের সবথেকে সুন্দর আর রঙীন গাছ

By Bangla Hunt Desk - January 05, 2023

পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রঙিন গাছটির নাম রেইনবো ইউকালিপটাস। মিন্দানাও গাম বা রেইনবো গাম নামেও পরিচিত এই ইউক্যালিপটাস।

দেখে মনে হবে যেন রঙধনুর সাতটি রঙে গড়া এই গাছ। এই গাছের দেখা মেলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ব্রিটেন,পাপুয়া নিউগিনি সেরাম , সুলাবেসি এবং মিন্দানাওতে।

ঐ সমস্ত এলাকায় এই অসম্ভব আকর্ষণীয় এবং বর্ণিল গাছগুলির বনে গেলে চোখ ফেরানো দায় হয়ে যাবে।

এই গাছের বাকলগুলো নীল, বেগুনী , কমলা এবং মেরুন রঙের সন্নিবেশে গড়া।

কাগজের মণ্ড তৈরিতে ব্যবহৃত এই গাছের বনায়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই গাছের মণ্ড দিয়ে সবচেয়ে বেশী কাগজ তৈরি করে ফিলিপাইন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর