বাংলাহান্ট ডেস্কঃ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিককে প্রার্থী করেছে তৃণমুল। টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং (Arjun Singh)। ১০ ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় সামনের সারিতে বসে থাকা অর্জুন রীতিমতো অপমানিত বোধ করছেন। তাঁর সাফ কথা, টিকিট পাবেন না জানলে, তিনি তৃণমূলে ফিরতেনই না। তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে দল।
অর্জুন জানান, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ ঘনিষ্ঠ মহলে অর্জুন দাবি করেছেন, তাঁকে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে৷ শুক্রবার পর্যন্ত তাঁর নামই ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পাকা হয়েছিল বলেও দাবি করছেন অর্জুন ঘনিষ্ঠরা৷ শেষ পর্যন্ত তাকে টিকিট দেওয়া হয়নি। পার্থ ভোমিককে প্রার্থী করেছে তৃণমুল।
অর্জুন সিং আরও বলেন, ‘আমি মরশুমী ফল নয়, বারো মাসের ফল। সবসময় রাজনীতিতে থাকি,মানুষের সঙ্গে থাকি। মনে আক্ষেপ তো থাকবেই। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি। ব্যারাকপুরকে ছেড়ে যাব না, এখানে জন্মেছি, এখানে মরব।’
বিজেপি সূত্রে খবর, অর্জুনের জন্য দলের দরজা খোলা রয়েছে। রবিবার তেমনই এক মৃদু ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বিজেপি মনে করে না, অর্জুন তৃণমূলে গেছেন! কারণ তার পরিবার তার পুত্র এখনো বিজেপির সঙ্গেই রয়েছেন। তাই তাকে দলে নিতে বিজেপির কোনো বাধা নেই। কিন্তু ব্যারাকপুরে বিজেপি তাকে প্রার্থী করবে কিনা সেটা ঠিক করবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বে।
তবে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ব্যারাকপুরে তৃণমূল পার্থকে প্রার্থী করায় ‘খুশি’ বিজেপি নেতারা। কারণ, বিজেপি এখনও পর্যন্ত ওই কেন্দ্রে অর্জুনের ‘বিকল্প’ খুঁজে পায়নি।
কিন্তু অর্জুন সিং কি বিজেপি ডাকলে সাড়া দেবেন? না কি নিজে থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন? অর্জুনের স্পষ্ট জবাব, ‘‘সবার আগে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলব। তাঁরা যা সিদ্ধান্ত জানাবেন, সেটাই আমার সিদ্ধান্ত।’’
এদিকে অর্জুনের কর্মী-সমর্থকরা যদি তাঁকে বিজেপিতে যেতে বলেন, তাতে অবাক হওয়ার খুব বেশি কিছু থাকবে না। মনে করা হচ্ছে দু’এক দিনের মধ্যেই অর্জুনের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ জানা যাবে। অর্জুন যে বিজেপিতেই যাবেন, তাও স্পষ্ট করে বলেননি। যদিও তাঁর ঘনিষ্ঠেরা বলছেন, ‘‘তৃণমূল কথা দিয়ে কথা রাখেনি। দাদা তাই বিজেপিতে যেতে তৈরি।’’
রাজনৈতিক মহলের মতে, অর্জুনের বিজেপিতে যাওয়ার কেবল সময়ের অপেক্ষা। দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সিগন্যাল এলেই দুই এক দিনের মধ্যেই অর্জুন বিজেপিতে যোগ দেবেন। তখন ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুনের লড়াই আরো একবার জমে উঠবে। এখন দেখার লোকসভা নির্বাচনের আগে ফের কোনও বড় পদক্ষেপ করেন কি না, ভাটপাড়ার তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা।
প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুনকে প্রার্থীও করে বিজেপি। কড়া টক্করের মধ্যে দিয়ে ব্যারাকপুর কেন্দ্রে ১৪,৮৫৭ ভোটে জয়ী হন অর্জুন সিং। যদিও বিজেপিতে থেকেই নিজের সাংসদ পদের পাঁচ বছর শেষ করেননি তিনি। ২০২২ সালের মে মাসেই ফের তৃণমূলে’ঘর ওয়াপসি’ হয়। তারপর থেকে তৃণমূলেই রয়েছেন তিনি। যদিও খাতায়কলমে তিনি বিজেপি সাংসদই রয়ে গিয়েছেন।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!