উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার নেপথ্যে কি কারন? প্রাথমিক তদন্তে মিলল তথ্য - Bangla Hunt

উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার নেপথ্যে কি কারন? প্রাথমিক তদন্তে মিলল তথ্য

By Bangla Hunt Desk - January 14, 2022

উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ১৫৩৬৬ আপ পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। বৃহঃস্পতিবার বিকালে শিলিগুড়ির কাছে ময়নাগুড়িতে (Maynaguri in Siliguri) উল্টে যায় বিকানের এক্সপ্রেসের (Guwahati-Bikaner Express Accident) ৬টি বগি। দুর্ঘটনার (Train Accident) নেপথ্যে কী কারণ রয়েছে? আপ বিকানের এক্সপ্রেসের (Bikaner Express) লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইঞ্জিনের (Engine) যে সমস্যা ছিল প্রাথমিক তদন্তে তা স্পষ্ট হয়েছে।

জানা গিয়েছে, ইঞ্জিন ছিল ওয়াপ ফোর ক্যাটিগরির। এতে চারটি করে ট্র্যাকশন মোটর থাকে। ২০১৫-তেই যার উৎপাদন বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনের একটি ট্র্যাকশন মোটর ভেঙে পড়েছিল। তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাকশন মোটরের ভূমিকা হল এটি ইঞ্জিনের চাকাকে রেল লাইনে (Railway Track) ধরে রাখতে ও চাকাকে ঘোরাতে সাহায্য করে। জানা গেছে, দুর্ঘটনার আগে আপ বিকানের এক্সপ্রেসের গতিবেগ ছিল ৯৫-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যদিও, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের সহকারী চালক ট্রাকশন মোটরের সমস্যার কথা মানতে রাজি নন।

উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার

দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের সহকারী চালক অভিষেক রোশন (Abhishek Roshan) বলেন, “জার্ক হয়, আমরা এমার্জেন্সি ব্রেক মারি, ট্র্যাকশন মোটরের সমস্যাই নয়।’’ লোকো পাইলট প্রদীপ কুমারের কথায়, “আচমকাই একটা ভীষণ ঝাঁকুনি অনুভব করি। তারপরই এর্মাজেন্সি ব্রেক কষি। পিছনে কী হচ্ছে, আমার পক্ষে জানাটা সম্ভব ছিল না। যখন দেখি, তখন পিছনের ৬ চাকা লাইনচ্যুত হয়েছিল। কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম। ট্র্যাকশন মোটর খোলা ছিল কিনা, সেটা জানা আমার পক্ষে কোনওপক্ষেই সম্ভব নয়। কী হয়েছে আর কী হয়নি, সেটা এখন তদন্তের পরই জানা যাবে।

উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা

ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় নাশকতার তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না রেল। এদিন ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, রেল লাইনে কোনও সমস্যা ছিল না। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে সম্পূর্ণ ঘটনার তদন্ত না হলে বিষয়টি বলা সম্ভব নয়। পাশাপাশি তাঁকে এই ঘটনায় কেএলও জঙ্গি সংগঠনের কোনো যোগসাজশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , এর পেছনে জঙ্গী নাশকতার কোন যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি যতক্ষণ না পর্যন্ত পূর্ণ তদন্ত হবে, ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। তবে নিরাপত্তায় কোন খামতি ছিলনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর